সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিহির জৈন৷ বয়স মাত্র ১৪৷ কিশোর বয়সেই মিহিরের ওজন দাঁড়িয়ে ২৩৭ কেজি৷ স্থূল চেহারার কারণে বিশ্বের সব থেকে মোটা কিশোরের তকমা জুটিয়ে নেওয়ায় বেশ খুশি বছর ১৪-র মিহির৷ তবে, ওজনে রেকর্ড গড়লেও শারীরিক সমস্যা নিয়ে চিন্তিত মিহিরের পরিবার৷ মোটা চেহারার জেরে হাঁটা-চলায় সমস্যায় সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছিল নিঃশ্বাস কষ্ট৷ পরিস্থিতি বেগতিক দেখে অগত্যা অস্ত্রোপচার করে বাদ দেওয়া হল ৩০ কেজি বাড়তি চর্বি৷
[‘মৃত্যুফাঁদ’ হাসপাতালে, রোগীর শরীরে অস্ত্রোপচার করছে অষ্টম শ্রেণি পাশ ]
বেশ কিছুদিন ধরেই শারীরিক যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল ১৪ বছরের ছেলেটি৷ নিঃশ্বাসে কষ্ট থেকে চলা-ফেরা পারা নিয়ে সমস্যায় ভুগছিল কিশোরের পরিবার৷ পরে শারীরিক সমস্যার কারণ জানতে একাধিক পরীক্ষা করানো হয়৷ রিপোর্ট সন্তোষজনক হওয়ায় হাসপাতালের তরফে অপারেশন করে ৩০ কেজি ওজন কমানো হয়৷ অপারেশনের আগে পর্যন্ত মিহিরই ছিল বিশ্বের সর্বাধিক ওজনের কিশোর৷
সফল অস্ত্রোপচারের পর চিকিৎসক প্রদীপ চৌবে বলেন, ‘‘গত বছর ডিসেম্বরে মিহির যখন হুইল চেয়ারে করে আমার চেম্বারে আসে, তখন আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি৷ ওর দেহ এতটাই স্থূল ছিল, ঠিকঠাক কথা পর্যন্ত বলতে পারেনি৷ প্রবল নিঃশ্বাস কষ্ট হচ্ছিল৷ ওর মুখ এতটাই ফোলা ছিল, চোখ খুলতেও পারছিল না৷ ঠিকভাবে দাঁড়াতে পর্যন্ত পারত না৷ পরে একাধিক পরীক্ষা করার পর অপারেশন করার ঝুঁকি দিয়েই নিই৷ প্রায় কয়েক ঘণ্টার অস্ত্রোপচার সফল হয়৷ এই মুহূর্তে মিহির আগের তুলনায় অনেকটাই সুস্থ ও বিপদমুক্ত৷’’
[অমরনাথ যাওয়ার পথে বালতাল রুটে ধস, মৃতের সংখ্যা বেড়ে ১১]
তবে, এখানেই হাল ছাড়ছেন না চিকিৎসকরা৷ আগামী কয়েক দিনের মধ্যে আরও ৪০ কেজি ওজন কমানোর পরিকল্পনা নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে, মিহিরের উচ্চতা ৫ ফুট উচ্চতা ও বয়স অনুযায়ী স্বাভাবিক ওজনে ফিরিয়ে আনাটাই এখন তাঁদের লক্ষ্য৷ বর্তমান মিহিরের ওজন ১৬৫ কেজি৷ মাস দুয়েকের মধ্যে ওজন কমিয়ে ১০০ কেজিতে নামিয়ে আনার টার্গেট নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷
The post ১৪ বছরেই ওজন ২৩৭ কেজি, বিশ্বের ‘সবচেয়ে ভারী’ কিশোরের অস্ত্রোপচার দিল্লিতে appeared first on Sangbad Pratidin.