shono
Advertisement

১৪ বছরেই ওজন ২৩৭ কেজি, বিশ্বের ‘সবচেয়ে ভারী’কিশোরের অস্ত্রোপচার দিল্লিতে

শারীরিক যন্ত্রণা কমাতেই এই পদক্ষেপ৷ The post ১৪ বছরেই ওজন ২৩৭ কেজি, বিশ্বের ‘সবচেয়ে ভারী’ কিশোরের অস্ত্রোপচার দিল্লিতে appeared first on Sangbad Pratidin.
Posted: 10:47 AM Jul 04, 2018Updated: 11:19 AM Jul 04, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিহির জৈন৷ বয়স মাত্র ১৪৷ কিশোর বয়সেই মিহিরের ওজন দাঁড়িয়ে ২৩৭ কেজি৷ স্থূল চেহারার কারণে বিশ্বের সব থেকে মোটা কিশোরের তকমা জুটিয়ে নেওয়ায় বেশ খুশি বছর ১৪-র মিহির৷ তবে, ওজনে রেকর্ড গড়লেও শারীরিক সমস্যা নিয়ে চিন্তিত মিহিরের পরিবার৷ মোটা চেহারার জেরে হাঁটা-চলায় সমস্যায় সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছিল নিঃশ্বাস কষ্ট৷ পরিস্থিতি বেগতিক দেখে অগত্যা অস্ত্রোপচার করে বাদ দেওয়া হল ৩০ কেজি বাড়তি চর্বি৷

Advertisement

[‘মৃত্যুফাঁদ’ হাসপাতালে, রোগীর শরীরে অস্ত্রোপচার করছে অষ্টম শ্রেণি পাশ  ]

বেশ কিছুদিন ধরেই শারীরিক যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল ১৪ বছরের ছেলেটি৷ নিঃশ্বাসে কষ্ট থেকে চলা-ফেরা পারা নিয়ে সমস্যায় ভুগছিল কিশোরের পরিবার৷ পরে শারীরিক সমস্যার কারণ জানতে একাধিক পরীক্ষা করানো হয়৷ রিপোর্ট সন্তোষজনক হওয়ায় হাসপাতালের তরফে অপারেশন করে ৩০ কেজি ওজন কমানো হয়৷ অপারেশনের আগে পর্যন্ত মিহিরই ছিল বিশ্বের সর্বাধিক ওজনের কিশোর৷

সফল অস্ত্রোপচারের পর চিকিৎসক প্রদীপ চৌবে বলেন, ‘‘গত বছর ডিসেম্বরে মিহির যখন হুইল চেয়ারে করে আমার চেম্বারে আসে, তখন আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি৷ ওর দেহ এতটাই স্থূল ছিল, ঠিকঠাক কথা পর্যন্ত বলতে পারেনি৷ প্রবল নিঃশ্বাস কষ্ট হচ্ছিল৷ ওর মুখ এতটাই ফোলা ছিল, চোখ খুলতেও পারছিল না৷ ঠিকভাবে দাঁড়াতে পর্যন্ত পারত না৷ পরে একাধিক পরীক্ষা করার পর অপারেশন করার ঝুঁকি দিয়েই নিই৷ প্রায় কয়েক ঘণ্টার অস্ত্রোপচার সফল হয়৷ এই মুহূর্তে মিহির আগের তুলনায় অনেকটাই সুস্থ ও বিপদমুক্ত৷’’

[অমরনাথ যাওয়ার পথে বালতাল রুটে ধস,  মৃতের সংখ্যা বেড়ে ১১]

তবে, এখানেই হাল ছাড়ছেন না চিকিৎসকরা৷ আগামী কয়েক দিনের মধ্যে আরও ৪০ কেজি ওজন কমানোর পরিকল্পনা নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে, মিহিরের উচ্চতা ৫ ফুট উচ্চতা ও বয়স অনুযায়ী স্বাভাবিক ওজনে ফিরিয়ে আনাটাই এখন তাঁদের লক্ষ্য৷ বর্তমান মিহিরের ওজন ১৬৫ কেজি৷ মাস দুয়েকের মধ্যে ওজন কমিয়ে ১০০ কেজিতে নামিয়ে আনার টার্গেট নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷

The post ১৪ বছরেই ওজন ২৩৭ কেজি, বিশ্বের ‘সবচেয়ে ভারী’ কিশোরের অস্ত্রোপচার দিল্লিতে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement