সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারের বিরোধিতার চরম ‘শাস্তি’ মায়ানমারে (Myanmar)। আকাশপথে হামলা চালাল মায়ানমারের শাসক সেনা জুন্টা (Junta)। নিহত অন্তত ১০০ জন। মৃতদের মধ্যে রয়েছে বহু শিশু ও মহিলা। ছিলেন সাংবাদিকরাও। সেদেশের সাগেইং অঞ্চলের পাজিগি গ্রামে দেশের বিরোধীদের একটি অফিসের উদ্বোধনের সময়ই ওই হামলা হয়েছে বলে জানা গিয়েছে।
জানা যাচ্ছে, সকাল আটটায় প্রায় শ’দেড়েক মানুষের জমায়েতের উপরে আকাশ থেকে বোমা ফেলে জুন্টা। এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুয়ায়ী, সেখানে উপস্থিত ছিলেন সরকার-বিরোধী শিবিরের নেতারাও। কেবল বোমা ফেলাই নয়, হামলার প্রায় আধঘণ্টা পরে একটি হেলিকপ্টার সেখানে হাজির হয়। সেখান থেকে ওই ঘটনাস্থলে গুলিও চালানো হয় বলে দাবি। হামলায় সব মিলিয়ে অন্তত ১০০ জনের মৃত্যুর কতা জানা গেলেও মোট মৃতের সংখ্যা কত তা এখনও জানা যায়নি। মায়ানমারের শাসক সেনা ওই ঘটনা সংক্রান্ত কোনও প্রতিবেদন প্রকাশিত হতে দেয়নি।
[আরও পড়ুন: জিভ অসাড়, দৃষ্টিশক্তি ঝাপসা! পুতিনের শারীরিক অসুস্থতা ঘিরে তুঙ্গে জল্পনা]
উল্লেখ্য, এই ধরনের হামলার ঘটনা এই প্রথম নয়। গত বছরের অক্টোবরে কাচিন প্রদেশে গানবাজনার আসরে আকাশপথে হামলা চালিয়েছিল জুন্টা। সেবারও অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছিল। ওই প্রদেশের আদিবাসী বিদ্রোহী গোষ্ঠী জুন্টা সরকারের বিরোধিতায় সরব হয়েছিল। তারপরই সেখানে হামলা করে সেনা।