সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় দুর্ঘটনা পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের কয়লা খনিতে। বিষাক্ত মিথেন গ্যাসে প্রাণ হারালেন অন্তত ১১ জন শ্রমিক। এই ঘটনার পর গোটা খনি সিল করে দেওয়া হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সোমবার ভোরে দুর্ঘটনাটি ঘটে বালোচিস্তানের কোয়েটার জেলার সঞ্চদি এলাকার একটি কয়ল খনিতে। ওই প্রদেশের এক পুলিশ আধিকারিক এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, "ওই খনিটির প্রায় পনেরোশো মিটার নিচে কাজ করছিলেন শ্রমিকরা। মোট এগারো জন ছিলেন তখন সেখানে। হঠাৎই মাটির নিচ থেকে বিষাক্ত মিথেন গ্যাস নির্গত হতে শুরু করে। যা শরীরে যেতেই অচেতন হয়ে পড়েন সকলে। প্রায় দেড় ঘণ্টা খনি থেকে কোনও বার্তা না পেয়ে খোঁজাখুঁজি শুরু করা হয়।" তিনি আরও জানান, এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কয়লা কোম্পানির এক ম্যানেজার, আরেক আধিকারিক-সহ নয় জনের।
[আরও পড়ুন: বিপুল ভোটে জয়ী ক্লডিয়া, প্রথম মহিলা প্রেসিডেন্ট পেল মেক্সিকো]
পাকিস্তানের ডন সংবাদপত্র অনুযায়ী, উদ্ধারকারীরা খনি থেকে ওই এগারো জনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। তার পর দেহগুলোকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছয় পুলিশ। গোটা কয়লা খনিটি সিল করে দিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।