shono
Advertisement
Kerala

উৎসব চলাকালীন কেরলের মন্দিরে ভয়াবহ বিস্ফোরণ, আহত অন্তত ১৫০

কেরলের কাসরগড়ের আঞ্জুতাম্বালাম ভিরারকাবু মন্দিরে চলছিল বার্ষিক কালিয়াত্তাম উৎসব। সেই উপলক্ষে মন্দিরে ভিড় জমিয়েছিলেন বহু পুণ্যার্থী। রাত বাড়তেই আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে মন্দির চত্বর।
Published By: Anwesha AdhikaryPosted: 09:00 AM Oct 29, 2024Updated: 09:13 AM Oct 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলের মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা। উৎসব চলাকালীন আতসবাজির বিস্ফোরণে আহত হলেন অন্তত ১৫০ জন পুণ্যার্থী। তাঁদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। উল্লেখ্য, কয়েকদিন আগেই কেরলের অন্য একটি উৎসব বন্ধ করার জন্য ষড়যন্ত্রের অভিযোগ উঠেছিল। তার মধ্যেই এই দুর্ঘটনায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অনেকেই।

Advertisement

জানা গিয়েছে, ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে ১২টা নাগাদ। পুলিশ সূত্রে খবর, কেরলের কাসরগড়ের আঞ্জুতাম্বালাম ভিরারকাবু মন্দিরে চলছিল বার্ষিক কালিয়াত্তাম উৎসব। সেই উপলক্ষে মন্দিরে ভিড় জমিয়েছিলেন বহু পুণ্যার্থী। রাত বাড়তেই আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে মন্দির চত্বর। আগুন ধরে যায় গোটা মন্দিরে। তার জেরেই আহত হন অন্তত ১৫০ জন পুণ্যার্থী।

সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের। কাসরগড়ের পাশাপাশি মেঙ্গালুরু, কান্নুরের হাসপাতালেও আহতদের চিকিৎসা শুরু হয়। জানা গিয়েছ, আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। মন্দিরে বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন পুলিশ কর্তারা। দমকল গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

কিন্তু মন্দিরে এতবড় দুর্ঘটনা ঘটল কী করে? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মন্দিরের পাশেই ছিল আতসবাজির গুদামঘর। সোমবার রাতে মন্দির প্রাঙ্গণেও চলছিল বাজির প্রদর্শনী। সেখান থেকেই সম্ভবত আগুন ধরে যায় গুদামঘরে। তার পরেই ভয়াবহ বিস্ফোরণ। তবে আগুন কীভাবে লাগল সেই নিয়ে পুলিশের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। উল্লেখ্য, দিনকয়েক আগে ত্রিশূর পুরাম উৎসবে গণ্ডগোল বাঁধানোর অভিযোগে কেরল পুলিশ এফআইআর দায়ের করেছিল। ধর্মীয় অনুষ্ঠানে ইচ্ছাকৃতভাবে অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলে উল্লেখ করা হয়েছিল ওই এফআইআরে। তার পরেই কালিয়াত্তাম উৎসবে দুর্ঘটনার নেপথ্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অনেকেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে ১২টা নাগাদ।
  • রাত বাড়তেই আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে মন্দির চত্বর। আগুন ধরে যায় গোটা মন্দিরে।
  • দিনকয়েক আগে ত্রিশূর পুরাম উৎসবে গণ্ডগোল বাঁধানোর অভিযোগে কেরল পুলিশ এফআইআর দায়ের করেছিল।
Advertisement