shono
Advertisement

ইউক্রেনের ক্যাফেতে ‘জঙ্গি’ হামলা রাশিয়ার, মৃত অন্তত ৪৯, আহত বহু

রুশ হানাকে জঙ্গি হামলা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
Posted: 08:11 PM Oct 05, 2023Updated: 08:11 PM Oct 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেনে (Ukraine) ভয়াবহ রকেট হামলা চালাল রাশিয়া (Russia)। খারকভ এলাকায় এই হামলায় ইতিমধ্যেই ৪৯ জনের মৃত্যুর খবর মিলেছে। ধ্বংসস্তূপে আটকে রয়েছেন আরও অনেক মানুষ। ফলে মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা ইউক্রেন প্রশাসন। এই হামলার তীব্র নিন্দা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelensky)। রুশ হামলাকে জঙ্গি কার্যকলাপ বলে অভিহিত করেছেন তিনি।

Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার উত্তর ইউক্রেনের খারকভ এলাকায় একটি ক্যাফে লক্ষ্য করে রকেট হামলা চালায় রাশিয়া। ওই ক্যাফেতে এক ব্যক্তির স্মরণসভা চলছিল বলে বহু মানুষ সেখানে জমায়েত হয়েছিলেন। ঠিক সেই সময়েই জনবহুল এলাকায় আছড়ে পড়ে রুশ মিসাইল। ঘটনাস্থল থেকেই ৪৯ জনের মৃতদেহ মেলে। গুরুতর আহত অবস্থায় আরও ৬ জনকে উদ্ধার করা হয়েছে। তার মধ্যে রয়েছে এক নাবালকও। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, মিসাইল হামলার ফলে ধ্বংস হয়েছে ওই এলাকার বহু ঘরবাড়ি। সেই ধ্বংসস্তূপের নীচে আরও অনেকে আটকে রয়েছেন বলেই আশঙ্কা। 

[আরও পড়ুন: পাকিস্তানের সংবাদমাধ্যম চিনের নিয়ন্ত্রণে! বিস্ফোরক দাবি মার্কিন রিপোর্টে]

এই মিসাইল হামলার আগেই ইউক্রেনের বায়ুসেনার তরফে জানানো হয়, রাশিয়ার ছোড়া ২৯টি মিসাইলের মধ্যে ২৪টিই আটকে দেওয়া গিয়েছে। কিন্তু ইউক্রেনে অন্যান্য প্রান্তে হামলা রুখে দিলেও খারকভ এলাকায় মৃত্যুমিছিল আটকাতে পারেনি ইউক্রেন সেনা। প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে রাশিয়া। তবে দেশের সাধারণ মানুষের উপর এমন বড় মাপের হামলা আগে কখনও হয়নি বলেই ধারণা বিশেষজ্ঞদের।

রুশ হামলাকে জঙ্গি কার্যকলাপ হিসাবে অভিহিত করেছেন জেলেনস্কি। যুদ্ধের সময়ে সাহায্য চেয়ে ইউরোপের বেশ কয়েকটি দেশের নেতাদের সম্মেলনে যোগ দিয়েছেন তিনি। সেখান থেকেই সোশাল মিডিয়ায় পোস্ট করে বলেন, “ইউক্রেনের একটি দোকানে রাশিয়া যেভাবে নৃশংস হামলা চালিয়েছে, সেটা একেবারে পরিকল্পিত জঙ্গি হামলা। তাদের এই সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করতে হবে।”

[আরও পড়ুন: কানাডার অভিযোগে ভারত-আমেরিকা সম্পর্কে ফাটল! বিস্ফোরক রিপোর্ট মার্কিন রাষ্ট্রদূতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement