shono
Advertisement

Breaking News

‌করোনা আক্রান্তের সংস্পর্শে আসায় সেলফ কোয়ারেন্টাইনে WHO প্রধান

রবিবার টুইট করে জানালেন সেকথা।
Posted: 09:55 AM Nov 02, 2020Updated: 12:31 PM Nov 02, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ এবার সেলফ কোয়ারেন্টাইনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) বা ‘‌হু’–এর প্রধান প্রধান টেডরোজ আধানম ঘেব্রিয়েসুস (Tedros Adhanom Ghebreyesus)। করোনা আক্রান্তের সংস্পর্শে আসার পরেই রবিবার সেলফ কোয়ারেন্টাইনে চলে যান তিনি। তবে সংক্রমিত হননি। এমনকী কোনওপ্রকার উপসর্গও নেই তাঁর শরীরে। টুইট করে নিজেই সেকথা জানান তিনি।

Advertisement

রবিবার রাতের দিকে ‌টুইট করে ‘‌হু’–এর প্রধান জানান, ‘‌‘একজন কোভিড–১৯ আক্রান্তের সংস্পর্শে এসেছি আমি।‌ তবে সুস্থই রয়েছি। শরীরে কোনও উপসর্গও নেই। কিন্তু নিয়ম মেনে আগামী কয়েকদিন সেলফ কোয়ারেন্টাইনে থাকব। বাড়ি থেকেই কাজকর্ম সারব।’‌’‌

এখানেই শেষ নয়, টুইট করে প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলার কথাও বলেন। তাঁর মতে, করোনা সংক্রমণের চেন ভাঙা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সেটা সম্ভব সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চললে। ‘‌হু’–এর প্রধান লেখেন, ‘‌‘আমাদের সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। এভাবেই আমরা সংক্রমণের চেনটিকে ভাঙতে পারব, ভাইরাসকে হারাতে সক্ষম হব।‌’‌’‌‌

 

[আরও পড়ুন: অসুস্থ চিকিৎসকদের দেখতে ছুটে বেড়ালেন করোনা আক্রান্ত মন্ত্রী, তুঙ্গে বিতর্ক]

প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাস নাগাদ চিনের (China) উহান (Wuhan) প্রদেশ থেকে ছড়ায় মারণ  করোনা ভাইরাস। চিনের পর, ইটালি, স্পেন, ব্রিটেন, ভারত, আমেরিকা, ব্রাজিল–সহ পৃথিবীর বিভিন্ন দেশে এই রোগ ছড়িয়ে পড়ে। চিন লড়াই করতে সক্ষম হলেও এখনও পর্যন্ত বিশ্বের বাকি দেশগুলোয় সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৪৫ হাজার ২৩০ জন, মৃত্যু হয়েছে ৪৯৬ জনের। অন্যদিকে, নতুন করে লকডাউনের পথে হাঁটছে ইউরোপের দেশগুলো। রাশিয়া ভ্যাকসিন বের করলেও সেটির তৃতীয় পর্যায়ের ট্রায়াল হয়নি। অন্যদিকে, একাধিক ভ্যাকসিন শেষ পর্যায়ের ট্রায়ালে রয়েছে। তার মধ্যেই এবার সেলফ কোয়ারেন্টাইনে চলে গেলেন খোদ ‘‌হু’ প্রধান।‌

[আরও পড়ুন: মহিলাদের তুলনায় পুরুষ-দেহেই বেশি মাত্রায় রয়েছে করোনার অ্যান্টিবডি, জানাচ্ছে গবেষণা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement