shono
Advertisement

কাঁকসায় জাতীয় সড়কে উলটে গেল কয়লাবোঝাই ট্রাক, চাপা পড়ে মৃত অন্তত ২

Published By: Sucheta SenguptaPosted: 09:41 AM Apr 02, 2024Updated: 10:28 AM Apr 02, 2024

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: সাতসকালে বড়সড় দুর্ঘটনা পূর্ব বর্ধমানের কাঁকসার ১৯ নং জাতীয় সড়কে (NH 19)। মঙ্গলবার সকালে বিরুডিহার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল কয়লাবোঝাই একটি ট্রাক। আর তার নিচে চাপা পড়লেন বেশ কয়েকজন পথচারী। তাঁদের মধ্যে এখনও পর্যন্ত ২জনের মৃত্যুর (Death) খবর মিলেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এই দুর্ঘটনার খবর পেয়ে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ। আতঙ্কিত এলাকাবাসী। জানা গিয়েছে, মৃত একজনের নাম উত্তম দাস। বুদবুদের ভরতপুরের বাসিন্দা তিনি। সাইকেল নিয়ে পানাগড় শিল্পতালুকের একটি বেসরকারি কারখানায় কাজ করতে আসছিলেন। আরেকটি মৃতদেহ এখনও শনাক্ত করা যায়নি।

Advertisement

১৯ নং জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উলেট গেল কয়লাবোঝাই ট্রাক। নিজস্ব চিত্র।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি কয়লাবোঝাই বড় ট্রাক ১৯ নং জাতীয় সড়কের কাঁকসার (Kaksa) বিরুডিহা ওভারব্রিজ থেকে নামার পরেই নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রাস্তায় উলটে যায়। সেই সময় সেখান দিয়ে যাচ্ছিলেন এক সাইকেল আরোহী-সহ বেশ কয়েকজন। তাঁরা ওই কয়লা বোঝাই ট্রাকের নিচে চাপা পড়েন। নিমেষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ। পুলিশের সূত্রের দাবি, ট্রাকের নিচে বাইক আরোহী-সহ তিনজন চাপা পড়েছিলেন। একজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। বাকিদের উদ্ধার করে দুর্গাপুর (Durgapur) মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরও একজন মারা গিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, এখনও ৫ থেকে ৭ জন ট্রাকের নিচে চাপা পড়ে রয়েছেন। 

[আরও পড়ুন: আগুনে গরমে পুড়বে গোটা দেশ, এপ্রিল-জুনে ভয়ংকর তাপপ্রবাহের সতর্কতা মৌসম ভবনের]

কী কারণে কয়লাবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল? এনিয়ে স্থানীয়দের দাবি, যাত্রীবোঝাই একটি বাসকে বেপরোয়া গতিতে ওভারটেক করতে যাচ্ছিল ওই ট্রাক। আর তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে এত বড় দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ গিয়ে উদ্ধারকাজ শুরু করলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়ে যায়। তাঁদের অভিযোগ, পথ নিরাপত্তায় কোনও পদক্ষেপই নেয় না পুলিশ প্রশাসন। সেই কারণে আজ এমনটা ঘটল। তবে পুলিশ পরিস্থিতি সামাল দিয়ে উদ্ধারকাজ শুরু করে। তা এখনও চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরও তিনজন ওই ট্রাকের নিচে চাপা পড়েছিলেন। তাঁদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

[আরও পড়ুন: ট্রেনের ছাদে উঠতেই ২৫ হাজার ভোল্টের ‘ছ্যাঁকা’! শিয়ালদহ স্টেশনে ঝলসে গেলেন ব্যক্তি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement