shono
Advertisement

৬০ জনকে খুন! অপরাধ জগতের ভয়ংকরতম খুনিকে দেখে শিউড়ে উঠছেন গোয়েন্দারা

ছবি এঁকে নিজের অপরাধের বর্ণনা দিচ্ছে ওই খুনি৷ The post ৬০ জনকে খুন! অপরাধ জগতের ভয়ংকরতম খুনিকে দেখে শিউড়ে উঠছেন গোয়েন্দারা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:23 PM Jun 09, 2019Updated: 08:27 AM Jun 10, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ বা দশ নয়৷ প্রায় ৮০ বছরের জীবনে অন্তত ষাটজনকে খুনের অভিযোগে কারাবাসে থাকা অভিযুক্ত সম্পর্কে যত তথ্য সামনে আসছে, ততই চোখ কপালে উঠছে তদন্তকারীদের৷ ক্যালিফোর্নিয়ার জেলে এখন সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে বছর উনআশির স্যামুয়েল লিটল৷

Advertisement

[আরও পড়ুন: চিনের শক্তিবৃদ্ধিতে শঙ্কিত আমেরিকা! ভারতকে সশস্ত্র ড্রোন বিক্রিতে সায় ট্রাম্পের]

সেই ১৯৭৪ বা ৮৪ সাল থেকে কবে, কখন, কাকে হত্যা করেছে, তাঁরা দেখতে কেমন ছিল, সমস্ত বিবরণ পুঙ্খানুপুঙ্খ দিয়ে চলেছে খুনি৷ কারাগারের দেওয়ালে বিভিন্ন মানুষের ছবি এঁকে, তাঁদের সম্পর্কে লিখে সবটাই জানাচ্ছে সে৷ কারও চোখের মনির রং, কারও উচ্চতা, কারও বা চেহারার অন্য কোনও বিশেষত্ব খুঁটিয়ে মনে রেখেছে স্যামুয়েল৷ আর জেরার মুখে তাই-ই পরপর উগড়ে দিচ্ছে তদন্তকারীদের সামনে৷ নিজেই জানাচ্ছেন, সে ওহাইয়োতে বড় হয়েছে এবং সেখানে অন্তত ৫ জনকে খুন করেছে৷ ২০১২ সালে তিন মহিলাকে খুনের অভিযোগে কেনটাকি থেকে গ্রেপ্তার হয় স্যামুয়েল৷ সেই থেকেই মামলা চলছে৷ পরে তাকে কেনটাকি থেকে ক্যালিফোর্নিয়ার জেলে নিয়ে যাওয়া হয়৷ ১৯৮১ থেকে ধারাবাহিকভাবে নিখুঁত পরিকল্পনামতো একের পর এক খুন করে আসছে সে৷ মূলত মহিলারাই তার টার্গেট ছিল৷ বিভিন্ন বয়সী মেয়েরা তার হাতে খুন হয়েছে বলে জেরায় জানিয়েছে স্যামুয়েল৷

এসব শুনে এফবিআইয়ের দুঁদে গোয়েন্দারা নিশ্চিত, মার্কিন ইতিহাসে ইনিই সবচেয়ে উর্বর মস্তিষ্কের সিরিয়াল কিলার৷ কোথাও কোনও ধরে ভুল ধরে ফেলার বিশেষ উপায় রাখেনি৷ অন্তত ৬০ জনকে এভাবে খুন করে, তবেই ধরা পড়েছে পুলিশের হাতে৷ গোয়েন্দা সূত্রে খবর, প্রথমদিকে স্যামুয়েল নিজের অপরাধ সম্পর্কে একেবারেই মুখে কুলুপ এঁটে নির্বিকার ছিল৷ পরবর্তী সময়ে তিনি ছবি এঁকে সব বোঝাতে থাকে৷ তাতেই গোয়েন্দাদের মনে সন্দেহ জাগে, স্যামুয়েলের হাতে নিহতের সংখ্যা আরও অনেক বেশি৷ একের পর এক পুরনো মামলা আদালতে ওঠে৷ এমনকী স্যামুয়েলের নৃশংসতার নমুনা পেয়ে বিচারকদেরও চক্ষু চড়কগাছ৷ ধীরে ধীরে বোঝা যায়, সত্যিই আমেরিকার অপরাধের ইতিহাসে অন্যতম ভয়ংকর চরিত্রের নাম স্যামুয়েল লিটল৷

[আরও পড়ুন: আরও এক আন্তর্জাতিক শিরোপা মোদির মুকুটে, পেলেন মালদ্বীপের সর্বোচ্চ সম্মান]

তবে এত সব তথ্য হাতে আসায় মনে করা হচ্ছে, এবার দেশের কুখ্যাত অপরাধীর বিচার প্রক্রিয়া গুটিয়ে আসছে৷ দ্রুতই সমস্ত প্রমাণ আদালতে পেশ করতে পারবেন আইনজীবীরা৷ যার জেরে মামলার নিষ্পত্তি করে যথাযোগ্য শাস্তি দেওয়া হবে৷

The post ৬০ জনকে খুন! অপরাধ জগতের ভয়ংকরতম খুনিকে দেখে শিউড়ে উঠছেন গোয়েন্দারা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement