shono
Advertisement

Breaking News

ফিরদৌসের নির্বাচনী প্রচারে হামলা, দুপক্ষের সংঘর্ষে আহত অন্তত ১৫

নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যাবে, আশঙ্কা বাংলাদেশের নির্বাচন কমিশনারের।
Posted: 08:21 PM Dec 31, 2023Updated: 08:21 PM Dec 31, 2023

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশের (Bangladesh)জাতীয় সংসদ নির্বাচনের মাত্র এক সপ্তাহ বাকি। আগামী ৭ জানুয়ারি সেখানে নির্বাচন। বিএনপির (BNP) নির্বাচন বয়কট সত্ত্বেও প্রার্থীদের মধ্যে হানহানি বাড়ছে। প্রতিপক্ষের মধ্যে সংঘর্ষে অন্ততঃ শতাধিক জখম হয়েছেন বলে খবর মিলেছে। রাজধানী ঢাকার (Dhaka) হাতিরপুলে চিত্রনায়ক ফিরদৌস আহমেদের নির্বাচনী প্রচারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদিকে এত অশান্তি দেখে চিন্তিত নির্বাচন কমিশনার মহম্মদ আনিছুর রহমান। ৭ জানুয়ারির নির্বাচন সুষ্ঠু না হলে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

Advertisement

অশান্তির খবর মিলছে আরও। ঢাকার নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভুঁইঞার নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় আয়েশা আক্তার নামে একজনের উপর শনিবার সন্ধ্যায় হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। কুমিল্লায় শনিবার নৌকা ও ঈগল সমর্থকদের মধ্যে হামলায় উভয় পক্ষের অন্তত ৯ জন নেতা-কর্মী জখম এবং স্বতন্ত্র প্রার্থীর ৪টি গাড়ি ভাঙচুর হয়। দেশের উত্তরের জেলা পাবনা-৩ আসন চাটমোহরে নির্বাচনী প্রচারের সময়ে নৌকা প্রার্থী মকবুল হোসেনের সমর্থকদের হামলা, মারধর ও ইট-পাটকেল নিক্ষেপের অভিযোগ করেছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুল হামিদ মাস্টার। চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনে কুসুমপুরা এলাকায় গণসংযোগে গিয়ে হামলার শিকার হয়েছেন বর্তমান সংসদ সদস্য ও আসন্ন নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী। দেশের পশ্চিমের জেলা মেহেরপুর-১ সংসদীয় আসনে মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে নৌকা মার্কার প্রার্থীর সমর্থক ও স্বতন্ত্র (ট্রাক) প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এক মহিলা-সহ ৫ জন আহত হয়েছেন।

[আরও পড়ুন: অনিদ্রায় ভুগছেন? বিছানার চাদরেই মিলবে ঘুমের হদিশ, কীভাবে? রইল টিপস]

বাংলাদেশের অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে মাথায় ঝুলছে মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) ভিসা নিষেধাজ্ঞা। আওয়ামি লিগের উপর চাপ বাড়ছে পশ্চিমি বিশ্বের তরফে। এর মাঝেই ৭ জানুয়ারির নির্বাচন সুষ্ঠু না হলে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার মহম্মদ আনিছুর রহমান। রবিবার রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

[আরও পড়ুন: শীতের রাতেও বেডরুমে থাকবে প্রেমের উষ্ণতা, যদি ঘরটি সাজান এই উপায়ে]

এদিকে, আওয়ামি লিগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) বলেছেন, ”অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে তৃতীয় দলকে ক্ষমতায় আনতে আগামী ৭ জানুয়ারির নির্বাচন বাতিলের দেশি-বিদেশি ষড়যন্ত্রের জবাব দেবে দেশবাসী। নির্বাচন বাতিলের জন্য বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। অনেকে আন্তর্জাতিকভাবেও জড়িত। তারা বাংলাদেশে তৃতীয় পক্ষকে ক্ষমতায় আনার জন্য কাজ করছে। আমরা ৭ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেব।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement