shono
Advertisement

হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করুন, হাসিনাকে সুষমা

হামলাকারীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে, আশ্বাস হাসিনা সরকারের৷ The post হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করুন, হাসিনাকে সুষমা appeared first on Sangbad Pratidin.
Posted: 03:51 PM Nov 07, 2016Updated: 10:21 AM Nov 07, 2016

স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নতুন করে আক্রমণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ বিষয়টি নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলার জন্য নির্দেশ দিলেন ঢাকায় থাকা দেশের রাষ্ট্রদূতকে৷ সে দেশে বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে সে জন্য রাষ্ট্রদূত মারফত হাসিনাকে অনুরোধ করেছেন সুষমা৷ ৩০ অক্টোবরের পর শনিবার ভোর রাতে দুষ্কৃতীরা ফের ব্রাহ্মণবেড়িয়া জেলার নাসিরনগর এলাকায় হিন্দু সম্প্রদায়ের ছয়টি বাড়িতে আগুন লাগিয়ে দেয়৷ দু’টি মন্দিরে ভাঙচুর চালানোর পাশাপাশি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু মানুষকে মারধর করে৷ হামলার পর যথারীতি গা-ঢাকা দিয়েছে দুষ্কৃতীরা৷ তবে ব্রাহ্মণবেড়িয়ায় হামলার ঘটনায় পুলিশ এ পর্যন্ত ৪৩ জনকে গ্রেফতার করেছে বলে খবর৷

Advertisement

গত রবিবার অর্থাত্‍ ৩০ অক্টোবর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ব্রাহ্মণবেড়িয়া জেলার নাসিরগঞ্জ এলাকায় হিন্দুদের উপর হামলা হয়েছিল৷ কমপক্ষে ২০টি বাড়ি ও ১৫টি মন্দির ভাঙচুর ও অগ্ণিসংযোগ করা হয়৷ ঘটনার জেরে একাধিক হিন্দু পরিবার আতঙ্কিত হয়ে নাসিরগঞ্জ ছেড়ে চলে যান৷ পরে প্রশাসনের আশ্বাস পেয়ে তাঁদের অনেকেই ফিরে আসেন৷ এলাকায় পুলিশ প্রহরার ব্যবস্থা করা হয়৷ কিন্তু পুলিশি নজরদারি সত্ত্বেও শনিবার ভোররাতে ফের হামলার জেরে অত্যন্ত ক্ষুব্ধ ও আতঙ্কিত হয়ে পড়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন৷ ক্ষুব্ধ গ্রামবাসীরা প্রশ্ন তুলেছেন, পুলিশি প্রহরা থাকা সত্ত্বেও কীভাবে এই হামলা হল? ওই হামলার প্রতিবাদে এদিন একাধিক হিন্দু সংগঠন ঢাকা-সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখায়৷ বিক্ষোভকারীদের সঙ্গে মুসলিম সম্প্রদায়ের বহু মানুষও যোগ দেয়৷ সম্মিলিত এই প্রতিবাদের ফলে ঢাকার শাহবাগ স্কোয়ার কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে৷ শেষ পর্যন্ত বাংলাদেশের শাসক দল আওয়ামি লিগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন৷ ঘটনার প্রেক্ষিতে রবিবার বিদেশমন্ত্রী সুষমা টুইট করে জানান, “ঢাকায় নিযুক্ত দেশের রাষ্ট্রদূতকে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে বলেছি৷ বাংলাদেশে বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে যে আচরণ করা হচ্ছে তাতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন৷ হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে সে বিষয়ে হাসিনার সঙ্গে কথা বলার জন্য রাষ্ট্রদূতকে নির্দেশ দিয়েছি৷”

হাসিনা সরকার অবশ্য স্পষ্ট জানিয়েছে যে, হামলাকারীরা কোনওভাবেই পার পাবে না৷ তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে৷ প্রসঙ্গত, ৩০ অক্টোবরের হামলার ঘটনায় জড়িত থাকার অপরাধে শুক্রবার ৩৩ জনকে গ্রেফতার করে পুলিশ৷ রবিবার আরও ১০ জনকে গ্রেফতার করা হয়৷ ফলে এই হামলার ঘটনায় গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৷ বাংলাদেশ সরকার আগেই ওই হামলার তদন্তের নির্দেশ দিয়েছে৷ রবিবারের হামলার পর নাসিরনগর থানার ওসিকে সরিয়ে দেওয়া হয়েছিল৷ শনিবারের ঘটনার জেরে কর্তব্যে গাফিলতির কারণে মোয়াজ্জাম আহমেদ নামে আরও এক পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে৷ উল্লেখ্য, ফেসবুকে ইসলাম সম্পর্কে একটি মন্তব্যকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়৷

The post হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করুন, হাসিনাকে সুষমা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement