shono
Advertisement

তৃতীয় শ্রেণির ছাত্রকে অপহরণের চেষ্টা, ছেলেধরা আতঙ্কে কাঁটা জলপাইগুড়ি

পুলিশেরও দ্বারস্থ হতে চলেছে স্কুল কর্তৃপক্ষ।
Posted: 10:19 AM Sep 11, 2023Updated: 10:59 AM Sep 11, 2023

শান্তনু কর, জলপাইগুড়ি: জলপাইগুড়িতে ছেলেধরা আতঙ্ক! তৃতীয় শ্রেণির ছাত্রকে অপহরণের চেষ্টা। ফণীন্দ্রদেব বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের ছাত্রকে অপহরণের চেষ্টার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগে স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানান হয়েছে। পুলিশেরও দ্বারস্থ হতে চলেছে স্কুল কর্তৃপক্ষ।

Advertisement

ছাত্রটি জানায়, সাধারণত বাড়ি থেকে ঠিক করে দেওয়া টোটোচালকের সঙ্গেই বাড়ি ফেরে সে। দিনকয়েক আগে ওই টোটোচালকের অপেক্ষায় স্কুলের সামনে দাঁড়িয়েছিল। সেই সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তার কাছে আসে। টোটোচালক তাকে নির্দিষ্ট একটি জায়গায় যেতে বলেছে বলেই জানায়। শিশুটি প্রথমে বিশ্বাস করে নেয় ওই ব্যক্তিকে। তবে টোটোচালক চলে আসায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওই খুদে পড়ুয়াকে নিয়ে যেতে পারেনি। বাড়ি ফিরে ঘটনাটি মাকে জানায়। এরপর ছাত্রটির বাবা গত শনিবার স্কুল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে। পুরো বিষয়টি লিখিতভাবে জানায়।

[আরও পড়ুন: পাড়ার কুকুরদের শিক দিয়ে আঘাত! প্রতিবাদ করে আক্রান্ত পশুপ্রেমীর দল]

অভিযোগ পেয়ে আতঙ্কিত জলপাইগুড়ি ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার স্কুলে নোটিস দিয়ে অভিভাবকদের সতর্ক করা হয়েছে। ছাত্রদের অজ্ঞাতপরিচয় ব্যক্তি সম্পর্কে সতর্ক করা হয়েছে। এবার থেকে টোটোচালকদের দেখে তবেই ছাত্রদের ছাড়া হবে বলেই জানান হয়েছে। পড়ুয়াদের বইয়ের প্রতি পাতায় বাবা-মায়ের মোবাইল নম্বর এবং ঠিকানাও লিখে দিতে বলা হয়েছে।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: বক্সা টাইগার রিজার্ভের মধ্যেই হরিণ শিকার করে পিকনিক! গ্রেপ্তার ১]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার