সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজের সময়ের বাইরে ‘গুরুত্ব দেওয়ার দরকার নেই’ বসদের। বরং ইচ্ছে হলে কেটে দিতেই পারেন ফোন। না, এখনই আমাদের দেশে এমন কিছু হচ্ছে না। ফলে আপনাকে গুরুত্ব দিতেই হবে বসের ফোনকে। তবে অস্ট্রেলিয়ায় নতুন আইন এল যা প্রতিটি কর্মীকেই অধিকার দিচ্ছে কাজের সময়ের বাইরে বসের ফোন না ধরার।
প্রকৃতপক্ষে বিষয়টা হল কাজের ক্ষেত্রের মধ্যে কাজকে বেঁধে রাখা। কিন্তু বর্তমান দুনিয়ার কর্পোরেট কাজের ক্ষেত্রে কাজের ক্ষেত্র ঢুকে পড়েছে ঘরের ভিতরেও। ফলে যে কোনও সময়েই অফিস থেকে ফোন আসা কিংবা তক্ষুনি জরুরি কোনও প্রেজেন্টেশন তৈরি করা কিংবা মিটিংয়ে অনলাইন থাকা অতি স্বাভাবিক ঘটনা হয়ে গিয়েছে। আর করোনাকালে গোটা বিশ্বই ওয়ার্ক ফ্রম হোম কালচারে অভ্যস্ত হয়ে যাওয়ায় কর্মক্ষেত্র ঢুকে পড়েছে শোয়ার ঘরেও। তবে সপ্তাহের প্রতিটি দিনই ২৪ ঘণ্টা কাজে যুক্ত থাকার এই বৃত্তে এবার যতি। ভিন্ন পথে হাঁটল অস্ট্রেলিয়া। গত ফেব্রুয়ারি মাসেই আইন পাস হয়েছে অস্ট্রেলিয়ার সংসদে যা কার্যকর হচ্ছে সোমবার থেকে। এই আইনে প্রতিটি কর্মীকে অধিকার দেওয়া হয়েছে কাজের সময়ের বাইরে বসের অনুরোধ না মানার। বন্ধ রাখা যাবে সমস্ত কাজের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি অর্থাৎ কম্পিউটার এবং কাজের জায়গায় ব্যবহৃত ফোনও। অবশ্য ফ্রান্স, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলিতে এই নিয়ম রয়েছে আগে থেকেই। এবার তাদের পথই অনুসরণ করল অস্ট্রেলিয়া।
[আরও পড়ুন: দেশের সবচেয়ে জনপ্রিয় মুখ্যমন্ত্রী যোগী, তালিকায় কত নম্বরে মমতা?]
যদিও আইন পাস হওয়ার পরেও সমালোচনা হয়েছিল অস্ট্রেলিয়াতেই। তবে অধিকাংশ মানুষই স্বাগত জানিয়েছেন এই আইনকে। ফলে সোমবার থেকে কাজের বাইরে বসের ফোনকে উপেক্ষা করতেই পারবেন অস্ট্রেলিয়ার মানুষ। আর আপনি এখনই তা করতে চাইলে আপাতত অস্ট্রেলিয়ার পাড়ি জমাতে হবে আপনাকে।