সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ফিরিয়ে দিতে পারো আমার বারোটা বছর?’ ‘সবার উপরে’ নামের এক চলচ্চিত্রে কিংবদন্তি অভিনেতা ছবি বিশ্বাসের এই সংলাপ আজও স্মরণীয় হয়ে রয়েছে। অস্ট্রেলিয়ার (Australia) এক মহিলার জীবনেও যেন সেই সংলাপই প্রতিফলিত। কুড়ি বছর পরে নিজেকে নিরপরাধ প্রমাণ করতে পারলেন তিনি। ছাড়া পেলেন জেল থেকে।
‘কুপুত্র যদ্যপি হয়, কুমাতা কদাপি নয়।’ সকলেই জানেন এই প্রবাদটির কথা। কিন্তু সেই প্রবাদই যেন বদলে দিয়েছিল অস্ট্রেলিয়ার ‘মহিলা সিরিয়াল কিলার’। নিজেরই চার সন্তানকে খুন করার ‘অপরাধে’ তাঁকে ২০ বছরের কারাবাসের সাজা শুনিয়েছিল অস্ট্রেলিয়ার আদালত। অবশেষে ছাড়া পেলেন সেই মহিলা। সামনে এল আসল সত্যিটা।
[আরও পড়ুন: Derek O’Brien: সংসদের নিরাপত্তায় গলদ নিয়ে প্রতিবাদ, ধনকড়ের সঙ্গে তর্কে জড়িয়ে সাসপেন্ডেড ডেরেক]
ঠিক কী হয়েছিল? ২০০৩ সালে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন। ১৯৮৯ থেকে ১৯৯৯ সালের মধ্যবর্তী সময়ে তাঁর চার সন্তানের রহস্যমৃত্যু হয়। যে মৃত্যুগুলির কোনও ব্যাখ্যা মেলেনি। পরে তদন্ত থেকে প্রকাশ্যে আসে খুনির পরিচয়। মা হয়ে একের পর এক সন্তানকে খুন করার অপরাধে ‘অস্ট্রেলিয়ার সবচেয়ে জঘন্য সিরিয়াল কিলার’ তকমা পেয়েছিলেন ক্যাথলিন ফলবিগ। এবার তিনি জেল থেকে ছাড়া পেলেন। দুই দশকের লড়াইয়ের পরে নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে পেরেছেন ক্যাথলিন। জানা গিয়েছে, ওই শিশুগুলোর মৃত্যু হয়েছে প্রাকৃতিক কারণেই।
স্বাভাবিক ভাবেই মৃত্যুর পরে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”প্রায় সিকি শতাব্দী আমাকে অবিশ্বাস ও শত্রুতার কবলে পড়ে থাকতে হয়েছে। সব ধরনের নিগ্রহ সইতে হয়েছে। কিন্তু আমি কৃতজ্ঞ আধুনিক বিজ্ঞান ও জেনেটিক্সের কাছে। যারা আমার সন্তানদের মৃত্যুর প্রকৃত কারণ প্রকাশ্যে এনেছে।”