shono
Advertisement

Breaking News

মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, বাস-অটোর সংঘর্ষে অন্তত ১৩ জনের মৃত্যু

নিহতদের মধ্যে ১২ জনই মহিলা।
Posted: 10:00 AM Mar 23, 2021Updated: 10:00 AM Mar 23, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হল মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গোয়ালিয়রে। এদিন সকাল সাতটা নাগাদ একটি বাস ও অটোর সংঘর্ষে ওই দুর্ঘটনা (Accident) ঘটে। পুলিশ জানিয়েছে, অটোর সব যাত্রী ও চালকেরই মৃত্যু হয়েছে ঘটনাস্থলে।

Advertisement

ঠিক কী ঘটেছে? গোয়ালিয়রের পুলিশ সুপারিন্টেন্ডেন্ট অমিত সাংহি জানিয়েছেন, এলাকার ওল্ড চাওনি অঞ্চলে সকাল সাতটা মুখোমুখি ধাক্কা লাগে বাস ও অটোটির। বাসটির গতি অনেক বেশি থাকার কারণেই সেটি গতি হারিয়ে অটোকে ধাক্কা মারে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। অটোয় ছিলেন আটজন অঙ্গনওয়ারি কর্মী। রান্নার কাজ করতেন তাঁরা। এদিন কাজের শেষে বাড়ি ফিরছিলেন তাঁরা। দুর্ঘটনায় ওই মহিলারা সকলেই মারা যান। মারা গিয়েছেন অটো চালকও। সব মিলিয়ে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১২ জনই মহিলা। আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে।

[আরও পড়ুন: আরও মজবুত ভারত-বাংলাদেশ সম্পর্ক, এবার গান্ধী শান্তি পুরস্কারে সম্মানিত বঙ্গবন্ধু]

 

 

মধ্যপ্রদেশ সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে, নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ পাবেন আহতদের পরিবার। আজ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই কথা জানিয়েছেন।

[আরও পড়ুন: ইঞ্জেকশন নয়, এবার ট্যাবলেটই করোনার টিকা! নতুন সাফল্যের দাবি ভারতীয় সংস্থার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement