সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাত্রমৃত্যুকে কেন্দ্র করে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে তোলপাড়। ফুঁসছে কলকাতা-সহ গোটা রাজ্য। আন্দোলন, প্রতিবাদে সরগরম কলকাতার রাজপথ। আর এই বিক্ষোভের প্রভাবে ব্যাহত যানচলাচল। এই সুযোগে বেড়েছে অটো ভাড়া। সমস্যায় নিত্যযাত্রীরা।
অবরোধ-আন্দোলনের প্রতিবাদে ভোগান্তি এড়াতে বেশ কয়েকটি অটোর রুট পরিবর্তন হয়েছে। গড়িয়া-গোলপার্কগামী অটো যাদবপুর থানা পর্যন্ত পৌঁছতে সুকান্ত সেতু, ঝিল রোড এবং প্রিন্স আনোয়ার শাহ হয়ে যাতায়াত করছে। গড়িয়া স্টেশন-গোলপার্ক এবং যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড-গোলপার্ক পর্যন্ত যাতায়াতের ক্ষেত্রে যাদবপুর সেন্ট্রাল রোড থেকে সাউথ সিটি কমপ্লেক্স যেতে কাটজু নগর, পোদ্দার নগর এবং যোধপুর পার্ক রোড হয়ে ঢাকুরিয়ায় পৌঁছতে হচ্ছে।
[আরও পড়ুন: টাকার বিনিময়ে বেআইনি গর্ভপাত? নদীর ধার থেকে ভ্রূণ উদ্ধারে বিতর্কে বালুরঘাটের হাসপাতাল]
অটোর যাত্রাপথ বদলের সঙ্গে পাল্লা দিয়েছে বেড়েছে ভাড়া। বর্তমানে গড়িয়া থেকে গোলপার্ক যেতে লাগছে ৪০ টাকা। আগে সেটি ছিল অর্ধেক অর্থাৎ ২০ টাকা। গড়িয়া স্টেশন থেকে গোলপার্ক যেতে ২৫ টাকার বদলে লাগছে ৪৫। যাদবপুর বাসস্ট্যান্ড থেকে গোলপার্ক যাওয়ার ভাড়া একলাফে দশ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২৪।
দ্রব্যমূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে সংসারের খরচ সামলানো কার্যত দায় হয়ে গিয়েছে বলেই দাবি বহু গৃহস্থের। তাই রোজ রোজ বেশি ভাড়া দিয়ে যাতায়াতের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন তাঁরা। নিত্যযাত্রীদের বেশি ব্যয় হওয়ায় সমস্যা যে হবে, তা মেনে নিয়েছেন অটোচালকরা। তবে রুট পরিবর্তনের ফলে অটো ভাড়া বাড়াতে বাধ্য হয়েছেন বলেই জানান চালকরা।