সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণ থেকে বাঁচতে বেশি করে মদ খাওয়া ছাড়তে হবে। ইটালির (Italy) প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির (Giorgia Meloni) স্বামীর এমনই দাবি ঘিরে বিতর্ক তুঙ্গে। নেপলস ও পালেরমোর কাছে হওয়া একটি গণধর্ষণ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এই বিষয়ে কথা বলতে গিয়েই এমন মন্তব্য করলেন আন্দ্রে গিয়ামব্রুনো।
একটি চ্যানেলে নিয়মিত শো করেন আন্দ্রে। সেখানেই এই বিষয়টি নিয়ে মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, ”আপনারা যদি নাচতে যান তাহলে আপনারা মদ খাবেনই… কিন্তু আপনাদের উচিত হবে বেশি মদ না খাওয়া। এবং চৈতন্য না হারানো। বলতে গেলে, আপনাদের উচিত ঝামেলা থেকে দূরে থাকা। তাহলেই কিন্তু নেকড়েগুলোর মুখোমুখি হতে হবে!” এখানেই শেষ নয়। ওই শোয়ে উপস্থিত ছিলেন সংবাদপত্র লিবেরোর সম্পাদক পিত্রো সেনালদি। তিনিও বলেন, ”ধর্ষণ এড়াতে চাইলে আপনাদের সবচেয়ে আগে দরকার চৈতন্য না হারানো। বুদ্ধিকে সঙ্গে নিয়ে চলা।”
[আরও পড়ুন: ‘দুষ্টের দমন, শিষ্টের পালন’, ‘জওয়ান’-এর রুদ্ধশ্বাস ট্রেলারে রবিনহুড শাহরুখ]
তাঁদের এমন মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে। ইতিমধ্যেই পোস্টার দেখা গিয়েছে। যেখানে দাবি করা হয়েছে, ধর্ষককে নয়, ধর্ষিতাকেই কার্যত ধর্ষণের জন্য দায়ী করা হচ্ছে। এহেন মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে বিরোধীরাও। বিরোধী দল ‘ফাইভ স্টার মুভমেন্ট পার্টি’র তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘গিয়ামব্রুনোর মন্তব্য একেবারেই গ্রহণযোগ্য নয়। তা লজ্জাজনক।’ তাঁর এই মন্তব্য আসলে পুরুষতান্ত্রিক মানসিকতার প্রকাশ বলেই দাবি করা হয়েছে।