shono
Advertisement

বাংলাদেশে সাংসদ খুনে আটক ১০, তদন্তের আশ্বাস হাসিনার

খুনিদের অবিলম্বে চিহ্নিত করে শাস্তি দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর৷ The post বাংলাদেশে সাংসদ খুনে আটক ১০, তদন্তের আশ্বাস হাসিনার appeared first on Sangbad Pratidin.
Posted: 01:58 AM Jan 02, 2017Updated: 08:33 PM Jan 01, 2017

সুকুমার সরকার, ঢাকা: শাসকদলের সাংসদ হত্যার প্রতিবাদে রবিবারও বনধ চলছে বাংলাদেশের গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায়৷ এখনও থমথমে গোটা এলাকা৷ মনজুরুল ইসলাম লিটনের হত্যার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ খুনিদের অবিলম্বে শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি৷

Advertisement

শনিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার নিজের বাড়িতে হামলার শিকার হন আওয়ামি লিগ নেতা লিটন৷ সন্ধ্যায় নমাজের পর মোটর সাইকেলে করে এসে অজ্ঞাতপরিচয় তিন যুবক বাড়িতে ঢুকে গুলি করে চলে যায়৷ আশঙ্কাজনক অবস্থায় লিটনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি৷

রবিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে সাংসদের লাশ নেওয়া হয় জেলার পুলিশ লাইনসে৷ সেখানে তাঁকে শ্রদ্ধা জানানো হয়৷ তারপর হেলিকপ্টারে করে লিটনের মরদেহ ঢাকায় নিয়ে যাওয়া হয়৷ পুলিশ সন্দেহজনক ১০ জনকে আটক করলেও তাদের নাম প্রকাশ করা হয়নি৷ প্রসঙ্গত, কিছুদিন আগে ১২ বছরের এক শিশুকে গুলি করে গোটা দেশে সমালোচিত হন সাংসদ লিটন৷ গ্রেপ্তার হয়ে কিছু দিন জেলে ছিলেন তিনি৷ সম্প্রতি জামিনে ছাড়া পান৷

(বাংলাদেশের গাইবান্ধায় গুলিতে খুন শাসকদলের সাংসদ)

The post বাংলাদেশে সাংসদ খুনে আটক ১০, তদন্তের আশ্বাস হাসিনার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement