সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগেই জানা গিয়েছিল ২০২৪ লোকসভা ভোটের আগে, বছরের শুরুতেই খুলে যাবে বহু প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দির (Ram Mandir)। তিন তলা মন্দিরের প্রথমতলের সব কাজ সম্পূর্ণ হবে অক্টোবর মাসে, দিওয়ালির আগেই। রথযাত্রার দিন জানা গেল পাকা হয়েছে মন্দির উদ্বোধনের দিনও। আগামী বছর ১৪ জানুয়ারি, মকর সংক্রান্তির দিনেই উদ্বোধন হচ্ছে বিশ্বের বৃহত্তম রাম মন্দির। অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)! মঙ্গলবার একথা জানাল রাম মন্দির নির্মাণ কমিটি।
মঙ্গলবার রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র জানালেন, আগামী বছর ১৪ তারিখ পড়ছে মকর সংক্রান্তি। ওই দিনেই উদ্বোধন হবে মন্দিরের। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রন জানানো হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। উদ্বোধন পর্ব চলবে দশ দিন ধরে। উদ্বোধনী অনুষ্ঠান গোটা দেশজুড়ে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা হচ্ছে। অযোধ্যার বিতর্কিত জমিতে বিশ্বের বৃহত্তম রাম মন্দিরের দৈর্ঘ্যে হচ্ছে ৩৮০ ফুট, প্রস্থ ২৫০ ফুট। উচ্চতা ১৬১ ফুট। ৩৯২টি স্তম্ভ ধরে রাখবে বিশাল মন্দিরকে। খাঁটি সেগুন খাট দিয়ে তৈরি হচ্ছে মন্দিরের ৪৬টি দরজা। গর্ভগৃহের দরজা হবে স্বর্ণখচিত।
[আরও পড়ুন: কেষ্টপুরে জোড়া দেহ উদ্ধারে গ্রেপ্তার ৫, পাওনা টাকার জন্য চাপ দিতেই অপমানে আত্মহত্যা?]
উল্লেখ্য, অযোধ্যায় রাম মন্দির তৈরি হচ্ছে সুপ্রিম কোর্টের রায়েই। ২০১৯ সালের নভেম্বরে এক ঐতিহাসিক রায়ে শীর্ষ আদালত জানিয়ে দেয়, অযোধ্যার ওই বিতর্কিত নির্মাণ ভেঙে সেখানে রাম মন্দিরই তৈরি হবে। তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ রায়দানের সময় জানান, অযোধ্যার ওই বিতর্কিত স্থানের বদলে মুসলিম পক্ষকে অযোধ্যাতেই একটি বিকল্প জায়গা দেওয়া হবে মসজিদ তৈরির জন্য। সেই রায় মেনে উত্তরপ্রদেশ সরকার মুসলিমদের একটি বিকল্প জায়গা দিয়েছে।