shono
Advertisement

রামমন্দির উদ্বোধনের আগে সাজছে অযোধ্যা, বদলাল স্টেশনের নাম

নয়া নামের স্টেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Posted: 08:57 PM Dec 27, 2023Updated: 08:57 PM Dec 27, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর রামমন্দিরের (Ram Mandir) উদ্বোধন। অযোধ্যা জুড়ে চলছে সেই উদ্বোধনের প্রস্তুতি। তার অঙ্গ হিসাবেই এবার পালটে দেওয়া হল অযোধ্যা স্টেশনের নাম। স্টেশনের নতুন নাম হবে অযোধ্যা ধাম জংশন। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সরকারের তরফেই নতুন নাম সুপারিশ করা হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই সুপারিশে শিলমোহর দিয়েছে ভারতীয় রেল।

Advertisement

জানা গিয়েছে, রামমন্দির উদ্বোধনের পাশাপাশি তিন ধাপে সাজিয়ে তোলা হবে অযোধ্যা (Ayodhya) স্টেশন। ইতিমধ্যেই প্রথম ধাপের কাজ শেষ হয়ে গিয়েছে। তার পরেই পালটে দেওয়া হচ্ছে স্টেশনের নাম। স্টেশনের নতুন নাম দেওয়া হবে ‘অযোধ্যা ধাম জংশন’। আগামী ৩০ ডিসেম্বর নতুন নামের অযোধ্যা স্টেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে স্টেশনের নাম বদলে গেলেও একই থাকবে স্টেশন কোড।

[আরও পড়ুন: ‘দেশের সবচেয়ে অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী’, অমিত শাহকে বেনজির আক্রমণ প্রিয়াঙ্ক খাড়গের]

অন্যদিকে, রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে সাজ সাজ রব গোটা অযোধ্যায়। চড়ছে উত্তেজনার পারদ। খেলার জগতের ব্যক্তিত্ব থেকে রাজনৈতিক নেতা-মন্ত্রী কাদের আমন্ত্রণ জানানো হল, কারা তালিকা থেকে বাদ পড়লেন, এই ঘিরে জোর আলোচনা চলছে দেশজুড়ে। একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রামমন্দিরের উদ্বোধনে হাজির থাকতে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, অক্ষয় কুমার, আলিয়া ভাট, রণবীর কাপুরের মতো তারকাদের। এছাড়াও রয়েছেন আয়ুষ্মান খুরানা, টাইগার স্রফ, সানি দেওল, অজয় দেবগণ, অনুপম খেররা।

উদ্বোধনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আমন্ত্রণ জানানো হয়েছে বিরোধী দলগুলির বিধায়ক-সাংসদদেরও। আবার শচীন তেণ্ডুলকর থেকে বিরাট কোহলি-সহ খেলার দুনিয়ার তারকাদেরও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

[আরও পড়ুন: নাইট ক্লাবে বচসার জেরে মহিলাকে গাড়ির চাকায় পিষে খুন! ভাইরাল হাড়হিম করা ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement