shono
Advertisement

Breaking News

Hemant Soren

মঙ্গলবারই শপথ হেমন্তের, আমন্ত্রণ রাহুল-মমতা-কেজরিওয়ালকে

শপথগ্রহণের অনুষ্ঠানকে মেগা শো হিসাবে তুলে ধরতে চাইছে ইন্ডিয়া জোট।
Published By: Subhajit MandalPosted: 03:02 PM Nov 24, 2024Updated: 03:02 PM Nov 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন সেটা এখনও স্পষ্ট নয়। কিন্তু ঝাড়খণ্ডের ক্ষেত্রে তেমন কোনও সংশয় নেই। সাঁওতালভূমের কুরসিতে ফের বসতে চলেছেন হেমন্ত সোরেন। তাঁর শপথের দিনক্ষণও চূড়ান্ত।

Advertisement

ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সূত্রের খবর, রবিবারই রাজ্যপাল সন্তোষ গাঙ্গোয়ারের সঙ্গে দেখা করে ফের সরকার গঠনের দাবি জানাবেন তিনি। সব ঠিক থাকলে মঙ্গলবার শপথগ্রহণ করবেন। হেমন্তের শপথে আমন্ত্রণ জানানো হচ্ছে ইন্ডিয়া জোটের শীর্ষ নেতাদের। সূত্রের খবর, হেমন্তের শপথে আমন্ত্রণ জানানো হচ্ছে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, তেজস্বী যাদবদের আমন্ত্রণ জানানো হচ্ছে। অধিকাংশ নেতাই ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

আসলে লোকসভা নির্বাচনে পর ইন্ডিয়া জোট একের পর এক ধাক্কা খেয়ে চলেছে। এর আগে হরিয়ানায় কার্যত 'নিশ্চিত জয়' হাতছাড়া হয়েছে কংগ্রেসের। মহারাষ্ট্রেও মহা বিকাশ আঘাড়ি মহাজুটিকে সমানে সমানে টক্কর দেবে বলে প্রত্যাশা করা হচ্ছিল। কিন্তু মারাঠাভূমে একপেশেভাবে জয় পেয়েছে বিজেপি জোট। ইন্ডিয়া জোট কার্যত ধরাশায়ী। সেখানে একমাত্র হেমন্ত সোরেন ইন্ডিয়া জোটের মানরক্ষা করেছেন। গোটা দেশে হতাশার মধ্যে হেমন্তই আশার আলো। সম্ভবত সেকারণেই তাঁর শপথগ্রহণের অনুষ্ঠানকে মেগা শো হিসাবে তুলে ধরতে চাইছে ইন্ডিয়া জোট।

উল্লেখ্য, শনিবার প্রকাশিত ফলাফল অনুযায়ী ঝাড়খণ্ডে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরতে চলেছে ইন্ডিয়া জোট। ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় ৫৬টি আসন পেয়েছে ইন্ডিয়া জোট। একা জেএমএমই পেয়েছে ৩৪ আসন। ১৬টি আসন পেয়েছে কংগ্রেস। জোটের আরেক শরিক রাষ্ট্রীয় জনতা দল পেয়েছে ৪টি আসন। ২ আসন পেয়েছে সিপিআইএমএল লিবারেশন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন সেটা এখনও স্পষ্ট নয়।
  • ঝাড়খণ্ডের ক্ষেত্রে তেমন কোনও সংশয় নেই।
  • সাঁওতালভূমের কুরসিতে ফের বসতে চলেছেন হেমন্ত সোরেন।
Advertisement