সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগ ব্যায়ামে ফাঁকি নয়। কেননা এবার ফাঁকি দিলেই ধরা পড়বে স্যাটেলাইটে। যোগ দিবসে দেশবাসীর অংশগ্রহণের হার কীরকম, তা মাপতে এবার উপগ্রহের মাধ্যমে নজর রাখার পরিকল্পনা কেন্দ্রের। এ ব্যাপারে ইসরোর সহযোগিতাও চাওয়া হয়েছে।
[ বিমানের নিয়ম এবার ট্রেনেও, অতিরিক্ত জিনিসপত্রে গুনতে হবে মাশুল ]
২০১৫ সাল থেকে শুরু হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস পালন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগেই ভারতের যোগকে বিশ্বের আঙিনায় প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। তিনি নিজেও মূল অনুষ্ঠানে অংশ নেন। প্রতিবারের মতো এবারও যোগ দিবসে অংশ নেবেন প্রধানমন্ত্রী। তবে সাধারণ মানুষ এই দিবসকে কতটা গ্রহণ করেছেন, সেই তথ্যেই লুকিয়ে আছে সার্থকতা। বিগত বছরগুলিতে দেখা গিয়েছে, দিল্লি, চণ্ডীগড়, লখনউয়ের অনুষ্ঠানে প্রায় ৫০ হাজারের মতো মানুষ সমবেত হন। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তেও যোগ দিবস পালন করা হয়। অসংখ্য মানুষ স্বেচ্ছায় যোগ দিবসে অংশ নেন। এবারের অনুষ্ঠানে মানুষের অংশগ্রহণ কত তা এবার নিখুঁত মেপে দেখতে চাইছে কেন্দ্র। তার জন্য স্যাটেলাইট প্রযুক্তিও ব্যবহার করা হতে পারে। এ ব্যাপারে আয়ূষ মন্ত্রকের সঙ্গে কথা হয়েছে ইসরোর। মন্ত্রকের সচিব রাজেশ কোটেচা ইসরো প্রধানকে চিঠি লিখেছেন। অনুরোধ করেছেন, যদি এ বিষয়ে স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করা সম্ভব হয়, তবে যেন তার ব্যবস্থা করা হয়। মন্ত্রকের দাবি, এখনও নির্দিষ্ট করে সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে প্রাথমিক অনুমতি মিলেছে বলেই দাবি। মন্ত্রকের হিসেব অনুযায়ী, গত বছর গোটা বিশ্বে প্রায় ১০ কোটি মানুষ যোগ দিবসকে সার্থক করতে অংশগ্রহণ করেছিলেন। এবার সেই সংখ্যা আরও বাড়তে পারে। তবে তা ঠিক কত, জানতেই এই স্যাটেলাইট প্রযুক্তির দ্বারস্থ হওয়া।
[ সন্ত্রাসবাদের বিরুদ্ধে স্থগিতাবস্থা নিয়ে সিদ্ধান্ত নিতে কাশ্মীর সফরে রাজনাথ ]
The post যোগ দিবসে অংশ নিচ্ছেন কারা? স্যাটেলাইটের মাধ্যমে নজর রাখবে কেন্দ্র appeared first on Sangbad Pratidin.