shono
Advertisement

OMG! এই রাজ্যে মুক্তি নাও পেতে পারে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’!

কিন্তু কেন? The post OMG! এই রাজ্যে মুক্তি নাও পেতে পারে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’! appeared first on Sangbad Pratidin.
Posted: 10:40 AM Mar 25, 2017Updated: 03:26 PM Dec 28, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কবে আসবে ২৮ এপ্রিল? এই অপেক্ষায় দিন গুণছেন সিনেপ্রেমীরা৷ কারণ সেদিনই উত্তর মিলবে জীবনের সঙ্গে জড়িয়ে পড়া একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের৷ কাটাপ্পা কেন বাহুবলীকে মেরেছিল? সেদিনই মুক্তি পাওয়ার কথা ‘বাহুবলী: দ্য কনক্লুশন’-এর৷ কিন্তু আদৌ কি সেই কৌতূহল মিটবে দর্শকদের? কারণ ছবি মুক্তি পাওয়া নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে৷

Advertisement

[নতুন গানে এভাবেই ধরা দিলেন ‘বেগম জান’ বিদ্যা]

কর্নাটক ফিল্ম চেম্বারের বাইরে কন্নড় রক্ষণ বেদিকের (কেআরভি) সদস্যরা এই ছবির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করেছেন৷ তাঁদের ক্ষোভ তামিল অভিনেতা সত্যরাজকে ঘিরে৷ যাঁকে ছবিতে কাটাপ্পার ভূমিকায় দেখা যাবে৷ ওই সংগঠনের দাবি, চলতি কাবেরী জলবন্টন ইস্যুতে কন্নড়ের বিরুদ্ধে মন্তব্য করেছেন সত্যরাজ৷ আর তাতেই ক্ষুব্ধ তাঁরা৷ কেআরভি প্রধান প্রবীন শেঠি বলেন, “কাবেরী ইস্যুতে তামিলনাড়ুর পক্ষে সওয়াল করেছেন কলিউডের অভিনেতা৷ শুধু তাই নয়, কর্নাটক এবং কন্নড়দের বিরুদ্ধে তিনি অপ্রীতিকর মন্তব্য করেছেন৷ যাতে সেখানকার মানুষের আবেগে জোর ধাক্কা লেগেছে৷ আর সেই কারণেই এই রাজ্যে বাহুবলী সিক্যুয়েলের মুক্তির বিরোধিতা করছি আমরা৷ কন্নড়দের কাছে সত্যরাজ ক্ষমা না চাইলে আমাদের প্রতিবাদ জারি থাকবে৷” কর্নাটক ফিল্ম চেম্বারের তরফেও প্রতিবাদের সমর্থন জানানো হয়েছে৷ ক্ষমা চাওয়ার দাবি তুলে সত্যরাজের বিরুদ্ধে সরব হয়েছেন কন্নড়রা৷

[দেশের একটি বিষয় নিয়েই সবচেয়ে বেশি লজ্জিত অক্ষয় কুমার]

গোটা দেশে চারটি ভাষায় ছবিটি মুক্তি পাওয়ার কথা৷ ট্রেলার মুক্তির পর থেকেই ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ নিয়ে উত্তেজনা তুঙ্গে৷ তবে কর্নাটকের বিক্ষোভে নয়া বিপাকে পরিচালক এসএস রাজামৌলির ছবি৷ সুষ্ঠভাবে ছবি মুক্তির জন্য সত্যরাজ এখন কী পদক্ষেপ নেন, সেদিকেই তাকিয়ে সিনেপ্রেমীরা৷

The post OMG! এই রাজ্যে মুক্তি নাও পেতে পারে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement