সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শোনা যায় বজ্রপাতের ফলে দৃষ্টিশক্তি হারিয়েছিলেন। তার পরেই অলৌকিক শক্তির অধিকারী হন। নিকশ অন্ধকারে খুলে যায় আশ্চর্য আলোর জানলা! ভবিষ্যৎ দেখার ক্ষমতা অর্জন করেন বুলগেরিয়ার পৃথিবীখ্যাত মহিলা বাবা ভাঙ্গা (Baba Vanga) । সোভিয়েত ইউনিয়নের পতন, আমেরিকায় ৯/১১ হামলা, চেরনোবিল দুর্ঘটনা, ব্রিটেনের রানি ডায়নার মৃত্যু সহ একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দিয়েছিলেন তিনি। আজ থেকে ২৭ বছর আগে প্রয়াত ভবিষ্যৎদ্রষ্টা ২০২৪ সাল পূর্বাভাস দিয়েছিলেন। কেমন ছিল সেই পূর্বাভাস?
২০২৪ নিয়ে তাঁর অন্যতম ভবিষ্যৎদ্বাণী ছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর প্রাণঘাতী হামলার চেষ্টা। যে ঘটনায় জড়িত থাকবেন তাঁর দেশেরই এক ব্যক্তি। এছাড়াও আগামী বছরে ইউরোপে আরও বাড়বে সন্ত্রাসবাদী হামলার ঘটনা। একটি ‘বড়’ দেশ বিপজ্জনক জৈব অস্ত্র তৈরি করবে। বিশ্বব্যাপী আর্থিক সংকটের কথাও জানিয়ে গিয়েছিলেন বাবা ভাঙ্গা। একাধিক বড় প্রাকৃতিক বিপর্যয়ের ভবিষ্যদ্বাণী করেন তিনি। বিশ্বাসীদের দাবি, ইন্টারনেটের বাড়বাড়ন্তের জমানোর বহু আগে প্রয়াত হলেও সাইবার হামলার ভয়ঙ্কর রূপের কথা বলে গিয়েছিলেন বুলগেরিয়ার দুনিয়াখ্যাত মহিলা। যা ঘটবে আগামী ২০২৪ সালেই।
[আরও পড়ুন: জন্মদিনে নতুন জন্ম শাহরুখের, ‘পাঠান’, ‘জওয়ান’ পোশাক ছেড়ে ‘ডাঙ্কি’তে বাদশার কোন অবতার?]
না, শুধু খারাপ কথাই নয়। বেশ কিছু ভাল কথাও বলে গিয়েছিলেন ২০২৪ সালের জন্য। তার মধ্যে অন্যতম ক্যানসার চিকিৎসার উন্নতি। বাবা ভাঙ্গার পূর্বাভাস ছিল, ক্যানসার এবং অ্যালঝাইমারের মতো দুরারোগ্য ব্যাধির চিকিৎসার নতুন পদ্ধতি আবিষ্কার হবে এই বছরেই। পাশাপাশি কোয়ান্টাম কম্পিউটিংয়ে বড় ধরনের অগ্রগতির কথা উল্লেখ করেছিলেন তিনি। দু’মাসেরও কম সময় পরেই নতুন বছরে পা দেবে পৃথিবী। তখনই যাচাই হবে বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী সত্যাসত্য।