সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল ট্রোলিংয়ের মুখে পাকিস্তানের উইকেট কিপার আজম খান (Azam Khan)। তাঁকে সান্ত্বনা দিতে দেখা গেল পাক অধিনায়ক বাবর আজমকে (Babar Azam)। ভেঙে পড়া আজম খানের পাশে এসে পাক অধিনায়ক এসে দাঁড়ানোয় প্রশংসিত হয়েছেন পাক অধিনায়ক।
ব্যাট হাতে সফল হননি আজম খান। পাঁচ বল খেলার পরে আউট হয়ে যান তিনি। উইকেট কিপিং করতে নেমে দুটো ক্যাচও ফেলেন আজম। তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেওয়া নিয়েও প্রশ্ন ওঠে। চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। চতুর্থ ও শেষ টি-টোয়েন্টি ম্যাচেও পাকিস্তান আত্মসমর্পণ করেছে। পাকিস্তান সিরিজ হেরেছে ০-২।
[আরও পড়ুন: চোট সারিয়ে প্রত্যাবর্তন, কোন মন্ত্রে সফল বুমরাহ?]
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের এমন অগোছালো অবস্থা দেখে বেজায় চটেছেন প্রাক্তন পাক তারকা রামিজ রাজা। ওপেনিং স্লটে পরিবর্তন, মিডল অর্ডারে অলরাউন্ডারদের পাঠানো, বল করতে নেমে কামড় না থাকার জন্য রামিজ রাজা বলেছেন, তোমরা দলটার সর্বনাশ করলে। ইংল্যান্ডের কাছে সিরিজ হারের পরে দৃশ্যতই হতাশায় ভেঙে পড়েন আজম খান। নিজের পারফরম্যান্সের জন্যই আজম হতাশ হন, তা বলাই বাহুল্য।
সেই সময়ে দেখা যায় দলের অধিনায়ক বাবর আজম এগিয়ে এসে সান্ত্বনা দেন আজম খানকে। সোশাল মিডিয়ায় এক ভক্ত লিখেছেন, ''এই ভিডিও দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। সত্যিকারের নেতার এমন গুণই থাকা দরকার।''