shono
Advertisement

নির্বাচন উপলক্ষে ঢাকা থেকে বিতাড়িত অবিবাহিত পুরুষরা!

রাজধানী ছাড়ার হিড়িক ব্যাচেলরদের। The post নির্বাচন উপলক্ষে ঢাকা থেকে বিতাড়িত অবিবাহিত পুরুষরা! appeared first on Sangbad Pratidin.
Posted: 02:23 PM Dec 28, 2018Updated: 02:23 PM Dec 28, 2018

সুকুমার সরকার, ঢাকা: আর একটা দিন পরই বাংলাদশে শুরু হবে ভোটগ্রহণ। একাদশ জাতীয় নির্বাচন নিয়ে তুঙ্গে উত্তেজনা।নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী ঢাকাকে। জোরকদমে চলছে শাসক-বিরোধীদের প্রচার। পাল্লা দিয়ে ঘটছে সংঘর্ষ। তবে গণতন্ত্রের লড়াইয়ে এ নিতান্তই সাধারণ ঘটনা। বেনজিরভাবে এবার বিপাকে পড়েছেন ভাড়া বা মেসবাড়িতে থাকা অবিবাহিত পুরুষরা। মরার উপর খাঁড়ার ঘা বোধহয় একেই বলে। নির্বাচন উপলক্ষে ব্যাচেলরদের নাকি ঢাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। অনেকেই নাকি ইতিমধ্যে গ্রামের বাড়ি ফিরেও গিয়েছেন। 

Advertisement

জানা গিয়েছে, অবিবাহিত পুরুষদের নাকি বৃহস্পতিবার সন্ধে ৬টার মধ্যেই ঢাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এর ফলে ইতিমধ্যে ফকিরাপুল, আরামবাগ, বাড্ডা, খিলখেত, নিকুঞ্জ, মণিপুরী পাড়া ও মিরপুর এলাকার অনেকেই মেস বা ভাড়াবাড়ি ছেড়ে চলে গিয়েছেন। যাঁরা এখনও রয়েছেন যাঁদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। এদিকে সমস্ত ঘটনায় অস্বীকার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান জানিয়েছেন, সমস্তটাই গুজব। পুলিশের তরফে এমন কোনও নির্দেশ দেওয়া হয়নি। অবিবাহিত পুরুষদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। 

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সমীক্ষা বলছে, ৩০০ আসনের মধ্যে শাসকদল তথা শেখ হাসিনার আওয়ামি লিগ নেতৃত্বাধীন মহাজোট ২৪৮টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করবে। বিএনপিকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট ৪৯টি আসনে জয় পেতে পারে। তবে সমীকরণ যাই বলুক না কেন, আপাতত চরম সমস্যায় পড়েছেন ঢাকায় বসবাসকারী অবিবাহিত পুরুষরা।      

[দাউদের ঘনিষ্ঠ খালেদাপুত্র তারেক, বিস্ফোরক অভিযোগ লিগের]

 

The post নির্বাচন উপলক্ষে ঢাকা থেকে বিতাড়িত অবিবাহিত পুরুষরা! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার