shono
Advertisement
Bagda Bypoll

'সিট তো জিতে বসেই আছি', বাগদায় জয় নিয়ে আত্মবিশ্বাসী ঠাকুরবাড়ির কন্যা মধুপর্ণা

বাগদা বিধানসভা উপনির্বাচনে নবাগতার উপরেই ভরসা রেখেছে তৃণমূল।
Published By: Sayani SenPosted: 11:49 PM Jun 19, 2024Updated: 01:59 PM Jun 20, 2024

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: রাজনীতিতে একেবারেই আনকোরা তিনি। বাগদা বিধানসভা উপনির্বাচনে (Bagda Bypoll) নবাগতার উপরেই ভরসা রেখেছে তৃণমূল। বুধবার বনগাঁ মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেন মধুপর্ণা ঠাকুর। রাজনীতিতে সদ্য পা রাখলেও জয়ের বিশ্বাস আত্মবিশ্বাসী ঠাকুর পরিবারের কন্যা। জয় শুধু সময়ের অপেক্ষা বলছেন মধুপর্ণা।

Advertisement

গতবার বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে বাগদায় বিধায়ক হন বিশ্বজিৎ দাস। পরে দলবদল করেন। লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে লড়াই করেন। সে কারণে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। তাই বিধায়কশূন্য বাগদাতেও আগামী ১০ জুলাই ভোটাভুটি। ওই আসনে এবার তৃণমূল প্রার্থী মধুপর্ণা। সাদা পাড়, নীল রংয়ের শাড়ি পরে এদিন বনগাঁর মহকুমা শাসকের দপ্তরে যান তিনি। দলীয় নেতা-কর্মীরা তো ছিলেনই। মধুপর্ণার সঙ্গে ছিলেন তাঁর মা তথা রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। মনোনয়ন জমা দিয়ে তিনি বলেন, "সিট তো আমরা জিতে বসেই আছি, এটা জাস্ট একটা ফর্মালিটি। লড়াইটা খুব কঠিন না। ১৩ তারিখে দিদির হাতে সিটটা তুলে দিতে পারব।"

[আরও পড়ুন: পরীক্ষায় ‘বেনিয়ম’, বাতিল ইউজিসি-নেট, তদন্ত করবে সিবিআই]

'বড়মা'র নাতনি মধুপর্ণা প্রাণীবিদ্যায় স্নাতক। রাজনীতিতে একেবারে আনকোরা ঠিকই। তবে রাজনীতি যে তাঁর রক্তে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। লোকসভা নির্বাচনে বাংলায় সবুজ ঝড়ের মাঝেও বনগাঁর আসন অক্ষত রেখেছে বিজেপি। ঘাসফুলের দাপটেও সেখানে ফুটেছে পদ্ম। এই পরিস্থিতিতে বাগদা বিধানসভা উপনির্বাচন তৃণমূল-বিজেপি উভয়পক্ষের কাছে প্রেস্টিজ ফাইট। জয় ছিনিয়ে আনতে মতুয়াগড় হিসাবে পরিচিত বাগদায় তাই ঠাকুরবাড়ির সদস্যকে প্রার্থী করা হয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ঠাকুরবাড়ি তরুণ সদস্য জয়ের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। শেষ পর্যন্ত মানুষের সমর্থনের নিরিখে মধুপর্ণা জয়ের হাসি হাসতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

[আরও পড়ুন: ভারত ছেড়ে মুসলিম দেশে আশ্রয় শয়ে শয়ে কোটিপতির! সংখ্যাটা জানলে চমকে যাবেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাগদা বিধানসভা উপনির্বাচনে নবাগতার উপরেই ভরসা রেখেছে তৃণমূল।
  • বুধবার বনগাঁ মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেন মধুপর্ণা ঠাকুর।
  • রাজনীতিতে সদ্য পা রাখলেও জয়ের বিশ্বাস আত্মবিশ্বাসী ঠাকুর পরিবারের কন্যা।
Advertisement