নন্দন দত্ত, সিউড়ি: সামনেই মেয়ের বিয়ে, সেখানে বাবা থাকবে না, তা আবার হয় না কি! তাই প্যারোলে মুক্তি পেলেন বগটুই কাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত আনারুল হোসেন। কলকাতা হাই কোর্টের নির্দেশে ৭ দিনের জন্য জেলমুক্ত তিনি।
আগামী রবিবার, ২৪ নভেম্বর আনারুলের মেয়ের বিয়ে। রামপুরহাটের নিশ্চিন্তপুরের বাড়িতেই অনুষ্ঠান। একমাত্র মেয়ের বিয়ে উপলক্ষে প্যারোলে তাঁকে ৭ দিনের জন্য মুক্তি দিয়েছে কলকাতা হাই কোর্ট। ২৭ নভেম্বর ফের তাঁকে জেলে ফিরতে হবে। মেয়ে হোসেন মমতাজ বেগমের বিয়ে উপলক্ষে প্যারোলে মুক্তি চেয়ে মঙ্গলবার আদালতের দ্বারস্থ হয়েছিলেন আনারুল। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের এজলাসে সেই আবেদনের শুনানি ছিল।
সেখানে আনারুলের আইনজীবী বলেন, "২৪ নভেম্বর আনারুলের মেয়ের বিয়ে ঠিক হয়েছে। বাবা হিসাবে মেয়ের বিয়েতে দায়িত্ব পালনের জন্য সেখানে তাঁর উপস্থিত থাকা একান্ত প্রয়োজনীয়।" আনারুলের আবেদনের ভিত্তিতে তাঁকে ৭ দিনের প্যারোলে মুক্তি দেন বিচারপতি বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, বগটুই কাণ্ডের পর গ্রামে স্বজনহারাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের কথা শুনেই ঘটনাস্থলে দাঁড়িয়ে দলের ব্লক সভাপতি আনারুলকে গ্রেপ্তারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পরে তদন্তভার সিবিআইকে দেয় কলকাতা হাইকোর্ট। তারাই অনারুলের বিরুদ্ধে চার্জশিট পেশ করে। দুবছরেরও বেশি সময় জেলবন্দি নানান রোগে আক্রান্ত মধ্য ষাটের আনারুল।