shono
Advertisement

Breaking News

ভারতে আক্রমণ চালাতে মরিয়া জইশ, ফের বালাকোটে শুরু জঙ্গি প্রশিক্ষণ

ভারতীয় বায়ুসেনার এয়ারস্ট্রাইকে ধ্বংস হওয়া ক্যাম্পাসেই শুরু হয়েছে নাশকতার পাঠ৷ The post ভারতে আক্রমণ চালাতে মরিয়া জইশ, ফের বালাকোটে শুরু জঙ্গি প্রশিক্ষণ appeared first on Sangbad Pratidin.
Posted: 04:07 PM Sep 22, 2019Updated: 04:07 PM Sep 22, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামা কাণ্ডের প্রতিশোধ নিতে পাকিস্তানে ঢুকে হামলা চালিয়েছে ভারতীয় বায়ুসেনা৷ এয়ারস্ট্রাইকে ধ্বংস করেছে বালাকোটে গজিয়ে ওঠা জঙ্গি ঘাঁটি৷ যে আঘাত এখনও ভুলতে পারেনি পাকিস্তান৷ কিন্তু তাতেও সন্ত্রাসবাদের রাস্তা থেকে হাঁটতে নারাজ ইসলামাবাদ৷ সূত্রের খবর, এই সাত মাসের মধ্যে বালাকোটের ওই ধ্বংস হয়ে যাওয়া ক্যাম্পাসকে আবার সক্রিয় হয়েছে জইশ-ই-মহম্মদ৷ এবং সেখানে গোপনে জেহাদি শিক্ষা নিচ্ছে ৪০-এরও বেশি জইশ জঙ্গি৷ কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ পর, এখন যাদের একমাত্র উদ্দেশ্য উপত্যকা-সহ ভারতের পশ্চিমাংশে বড়সড় নাশকতা ঘটানো৷

Advertisement

[ আরও পড়ুন: খাবারের মেনুতে ‘নমো’ ছোঁয়া, হিউস্টনে প্রধানমন্ত্রীর জন্য এলাহি আয়োজন ]

গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, পাকিস্তান সরকারের মদতপুষ্ট আফগান জঙ্গিদের পাশাপাশি ভারতে হামলা চালানোর ছক কষছে জইশ-ই-মহম্মদ। তাদের লক্ষ্য জম্মু ও কাশ্মীরে থাকা নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। ওই রিপোর্ট আরও জানা গিয়েছে, গত ১৯ আগস্ট পাকিস্তানের ভাওয়ালপুরের মার্কাজ উসমান-ও-আলি এলাকায় বৈঠকও করেছে জঙ্গিরা। তাদের নেতৃত্বে ছিল জইশ প্রধান মাসুদ আজহারের ভাই রউফ আসগর। সেই মিটিংয়ে কাশ্মীরের বিভিন্ন স্কুল ও সরকারি বিল্ডিংয়ে বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি জম্মু ও কাশ্মীরের পুলিশকর্তাদের খুন করা নিয়েও আলোচনা হয়েছে।

[ আরও পড়ুন: হিউস্টন বিমানবন্দরে নমোর কীর্তি মন জয় করল মার্কিন মুলুকের ]

এছাড়া গত মে মাসেই মন্দির শহর বারাণসীতে রেইকি করে গিয়েছে লস্কর জঙ্গি উমর মাদনি৷ এক নেপালী সঙ্গীকে নিয়ে মে মাসের চারদিন সেখানে থাকে সে৷ লস্করের নেটওয়ার্ক বিস্তারের জন্য বিভিন্ন জনের সঙ্গে দেখা করে সে৷ মগজধোলাই করে যুবকদের নিজেদের মডিউলে সামিল করার চেষ্টা করে৷ জানা গিয়েছে, কেবল বারাণসী নয় ফইজাবাদ, গোরক্ষপুরের মতো উত্তরপ্রদেশের একাধিক শহর, এমনকী কলকাতায় এসেও রেইকি করেছে উমর৷ এ রাজ্যের সীমান্তবর্তী এলাকায় লস্করের মডিউল তৈরির চেষ্টায় রয়েছে এই জঙ্গি৷ এছাড়া ভারতে ঢোকার লক্ষ্যে নিয়ন্ত্রণ রেখার ওপারে অপেক্ষা করছে ৫০ জনেরও বেশি জঙ্গি৷ উপত্যকায় ভয়ংকর নাশকতা ঘটানোর উদ্দেশ্যে, এদের ভারতে অনুপ্রবেশ করানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে পাক সেনা ও আইএসআই৷ জঙ্গিদের ভারতে ঢোকানোর জন্য নিয়ন্ত্রণ রেখার কাছে জোহলি, বাগরি ও নিউ বাথলা পোস্টকে ব্যবহার করছে পাক সেনা৷ সেখানেই নিশ্চিন্তে দিন কাটাচ্ছে পঞ্চাশেরও বেশি জঙ্গি৷ সুযোগ বুঝে তাদের অনুপ্রবেশ করানো হবে ভারতে৷

The post ভারতে আক্রমণ চালাতে মরিয়া জইশ, ফের বালাকোটে শুরু জঙ্গি প্রশিক্ষণ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার