শ্রীকান্ত পাত্র, ঘাটাল: ঘাটালে (Ghatal) মর্মান্তিক দুর্ঘটনা। বাঁশের অস্থায়ী সাঁকো ভেঙে নদীতে পড়লেন অন্তত ৭০ জন। তাঁদের মধ্যে বহু শিশুও রয়েছে। মঙ্গলবার বেলায় ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের ঘাটালর ঘাটাল ব্লকে। প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত, কারোর মৃত্যুর খবর মেলেনি। কেউ নদীর জলে তলিয়ে গিয়েছেন কিনা তাও স্পষ্ট নয়। চলছে উদ্ধারকার্য।
এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ ঘাটালের কনদর্প থেকে ৬০-৭০ জনের একটি দল হরিনাম সংকীর্তন করতে করতে ঘড়ুই ঘাটের সাঁকোর উপর দিয়ে যাচ্ছিল। সেই দলে মহিলা-পুরুষ ছাড়া বহু শিশুও ছিল। দলটি বাঁশের সাঁকো পার করার সময় একটি ছোট চারচাকা গাড়ি সেখানে ঢুকে পড়ে। ভার সামলাতে না পেরে মাঝ বরাবর সাঁকোটি কার্যত ভেঙে যায়। সঙ্গে সঙ্গে ঝুমি নদীতে পড়ে যায় গাড়ি-সহ হরিনাম সংকীর্তণের গোটা দলটি।
[আরও পড়ুন: মেলেনি পণের মোটরবাইক, গৃহবধূকে খুন করে পলাতক স্বামী!]
স্থানীয়রা উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন। খবর পেয়ে আসেন ঘাটাল থানার পুলিশ। শুরু হয় উদ্ধারকার্য। ঘাটালের ওসি দেবাংশু ভৌমিক জানান, “উদ্ধারকার্য চলছে। কারোর মৃত্যুর খবর এখনও মেলেনি। মহিলা-পুরুষদের সঙ্গে সঙ্গে শিশুদেরও উদ্ধার করা গিয়েছে। কিন্তু কেউ তলিয়ে গিয়েছেন কিনা তা এখনও স্পষ্ট হয়নি।” চলছে তদন্ত।
[আরও পড়ুন: জগদ্ধাত্রী পুজো উপলক্ষে শিথিল নাইট কারফিউ, রাতভর চন্দননগরে ঠাকুর দেখা যাবে]
স্থানীয় সূত্রে খবর, চলতি বছরের বন্যায় বিধ্বস্ত ঘাটাল। ভেঙেছে একাধিক সাঁকো। বাঁশের সাঁকো বানিয়ে কাজ চালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ঘড়ুই ঘাঁটেও ঝুমি নদীর উপর অস্থায়ী সাঁকো বানানো হয়েছিল। সেই সাঁকোতেই এবার দুর্ঘটনার কবলে পড়লেন স্থানীয় বাসিন্দারা।