shono
Advertisement

ইদ-উল-আজহা উপলক্ষে বন্ধ মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস, জেনে নিন নতুন সূচি

এই দু'টি ট্রেন ভীষণ গুরুত্বপূর্ণ ও জনপ্রিয়।
Posted: 02:08 PM Jun 14, 2023Updated: 02:08 PM Jun 14, 2023

সুকুমার সরকার, ঢাকা: সামনেই ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ইদ-উল-আজহা। এই উপলক্ষে বাংলাদেশের সঙ্গে ভারতের সংযোগকারী মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস ট্রেন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ।

Advertisement

এই বিষয়ে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কলকাতা-ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস (১৩১০৯/১৩১১০), ঢাকা-কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস (১৩১২৯/১৩১৩০) এবং কলকাতা-খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস (১৩১২৯/১৩১৩০) সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বাংলাদেশে ইদ উদযাপনের জন্য ট্রেনগুলি আপাতত বন্ধ রাখা হচ্ছে। ২৩ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত এই আন্তর্জাতিক ট্রেন পরিষেবা বন্ধ থাকবে।

[আরও পড়ুন: বরিশাল ও খুলনার পুরভোটে জয়ী হাসিনার আওয়ামি লিগ]

রেল জানিয়েছে, ১৩১০৭ ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: ২৩, ২৫, ২৭ ও ৩০ জুন এবং ২ জুলাই বন্ধ থাকবে। ১৩১০৮ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকবে ২৪, ২৬ ও ২৮ জুন ও ১ এবং ৩ জুলাই। ১৩১০৯ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস: ২৩, ২৭ ও ৩০ জুন। ১৩১১০ ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: ২৪ ও ২৮ জুন এবং ১ জুলাই। এবং ১৩১২৯ কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস: ২৯ জুন বন্ধ থাকবে। ১৩১৩০ খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস: ২৯ জুন। এরপর থেকে ফের স্বাভাবিক পরিষেবা চালু হয়ে যাবে এই আন্তর্জাতিক দুই ট্রেনের।

ভারত ও বাংলাদেশ আন্তর্জাতিক রেল যোগাযোগের ক্ষেত্রে এই দু’টি ট্রেন ভীষণ গুরুত্বপূর্ণ ও জনপ্রিয়। বহু যাত্রী প্রতিদিন এই ট্রেনগুলিতে করে বাংলাদেশ থেকে ভারতে যান। আবার ভারত থেকেও অনেকে যাত্রী বাংলাদেশে গিয়ে থাকেন।

বলে রাখা ভাল, মোদি-হাসিনা আমলে ভারত ও বাংলাদেশের সম্পর্ক নতুন মাত্রা লাভ করেছে। গত মার্চ মাসে ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে অসমের নুমালিগড় থেকে জ্বালানি তেল আসে বাংলাদেশে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে ভারচুয়ালি আনুষ্ঠানিকভাবে জ্বালানি তেল আমদানি-রপ্তানির উদ্বোধন করেন। 

[আরও পড়ুন: ফের আম কূটনীতি হাসিনার, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ঢাকা থেকে এল উপহার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement