সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বাণিজ্যিক অগ্রগতির লক্ষ্যে বড় পদক্ষপে বন্ধন ব্যাঙ্কের। প্রযুক্তিগত বাণিজ্যিক পরিষেবার লক্ষ্যে লন্ডনের জেনেসিস গ্রুপ অফ কোম্পানিকে কিনে নিল বন্ধন ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড। ১০০ কোটি টাকা খরচে এই বিদেশি সংস্থাকে অধিগ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থা। মনে করা হচ্ছে প্রযুক্তি ক্ষেত্রে এই পদক্ষেপের জেরে ব্যাঙ্কিং ও আর্থিক পরিষেবা ক্ষেত্রে বিপুল উন্নতি করবে সংস্থাটি।
সংস্থার তরফে জানা গিয়েছে, লন্ডনের এই সংস্থা জেনেসিস মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে নানাবিধ সমস্যা সমাধান করে থাকে। এই সংস্থা বন্ধনের সঙ্গে যুক্ত হওয়ায় বন্ধন ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড ব্যাঙ্কিং পরিষেবায় অনেক বেশি দক্ষ হয়ে উঠবে বলে মনে করছেন সংস্থার কর্তারা। জানা গিয়েছে, আইটি পরিষেবার ক্ষেত্রে জেনেসিসের মোট তিনটি পৃথক শাখা ছিল জেনেসিস সফটওয়্যার লিমিটেড (ইউকে), জেনেসিস সফটওয়্যার লিমিটেড (ইউএস) এবং জেনেসিস ইনফরমেশন সিস্টেম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। এই তিনটি শাখাকে একত্রিত করে একটি প্রধান সংস্থা করা হচ্ছে যা হল জেনেসিস ইনফরমেশন সিস্টেম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। এই সংস্থার প্রধান কার্যালয় হবে বেঙ্গালুরুতে। লন্ডন ও আমেরিকায় থাকা সংস্থাগুলি সহায়ক সংস্থা হিসেবে কাজ করবে।
বন্ধন ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড এর আগে মোট ৩ টি সংস্থাকে অধিগ্রহণ করেছে। তবে সেগুলির প্রত্যেকটি ছিল আর্থিক সংস্থা। যেমন আইডিএসসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, অ্যাগন লাইফ ইনস্যুরেন্স প্রভৃতি। এহেন আর্থিক ক্ষেত্রের বাইরে বেরিয়ে বন্ধন ব্যাঙ্কের তরফে জেনেসিসের মতো এআই সংস্থাকে অধিগ্রহণ এই প্রথম।