shono
Advertisement
Personal Finance

শিরোনামে বম্বে স্টক এক্সচেঞ্জের 'ভারত ২২', সূচক সম্পর্কে জেনে নিন বিস্তারিত

ইনডেক্সটির উপর নির্ভর করে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডও আছে।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 04:15 PM Oct 31, 2024Updated: 04:15 PM Oct 31, 2024

ইনভেস্টরদের নজর কাড়ছে বিএসই-র ‘ভারত ২২’। সূচকের নেপথ্যে রয়েছে বাইশটি বিশিষ্ট সংস্থা, যেখানে সরকার ডিসইনভেস্টমেন্ট করেছেন। নামকরণও সেখান থেকেই। বিস্তারিত জানাচ্ছে টিম সঞ্চয়

Advertisement

ম্বে স্টক এক্সচেঞ্জের “ভারত ২২” সূচকটি আগে ঘোষিত হলেও, ইদানীং তেমন খবরের শিরোনামে ছিল না বললেই চলে। সম্প্রতি সংশ্লিষ্ট স্টকগুলোর একাংশ নিয়ে আগ্রহ বাড়ায়, ফের এই সূচকের কথা নানা মহলে শোনা যাচ্ছে, ইনভেস্টররাও জানতে চাইছেন ব‌্যাপারটি নিয়ে। এরই পরিপ্রেক্ষিতে আমাদের আজকের প্রতিবেদন। বাইশটি বিশেষ সংস্থা যেখানে ভারত সরকার ডিসইনভেস্টমেন্ট (Disinvestment) করেছেন, এই সূচকের নেপথ্যে আছে। সেক্টর - ভিত্তিক শ্রেণিভাগ যদি দেখতে হয় তাহলে বোঝা যাবে বেশ কয়েকটি সেগমেন্ট এখানে উপস্থিত। এগুলোর মধ্যে আছে ব‌্যাঙ্কিং, অয়েল অ‌্যান্ড গ‌্যাস, পাওয়ার জেনেরেশন, কোল এবং অন‌্য কমোডিটি, সিভিল কনস্ট্রাকশন।

চার্টে দেওয়া স্টকগুলো দিয়ে ভারত ২২ সূচকটি গঠিত:


ভারত ২২ ইটিএফ: আমাদের আলোচনার মধ‌্যমণি ইনডেক্সটির উপর নির্ভর করে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডও আছে। ‘সঞ্চয়’-এর পাঠকরা জানেন যে ইটিএফ আরও অন‌্য পাঁচটা স্টকের মতোই এক্সচেঞ্জে বেচা-কেনা করা যায়, যে কোন বিজেনেস ডে’তে ইনভেস্টররা তা সহজেই করতে পারেন (যতবার প্রয়োজন – ঠিক সাধারণ স্টকের ক্ষেত্রে যেমন সম্ভব)। ১৪ই অক্টোবরের তথ‌্য অনুযায়ী ICICI Prudential Bharat 22 ETF (এটি কেবল দৃষ্টান্ত মাত্র) ক্লোজ করেছে Rs 116.68-এ, প্রায় আট কোটি টাকা ট্রেডেড ভ‌্যালুর পরিমাণ। ইটিএফটির ক্ষেত্রে ওই সপ্তাহের হাই বেং লো ছিল যথাক্রমে ১২৪ টাকা এবং ৭১.৫৫ টাকা।

সঞ্চয়-এর সংযোজন:
পাঠকদের জানা দরকার যে সূচকটির অন্তর্গত শেয়ারের সংখ‌্যা কেবল বাইশটি। অর্থাৎ, এর ইনভেস্টমেন্টের পরিসর বেশ সংকীর্ণ। তাই বড় মাপের ডাইভারসিফইকেশন সম্ভব নয়। হ্যাঁ, নির্দিষ্ট কিছু স্টকের গতিবিধি বেশ ইতিবাচক ইদানীংকালে হয়েছে বটে, তবে কেবল এরই ভিত্তিতে পুরো ইনডেক্সটির ব‌্যাপারে সিদ্ধান্ত নেওয়া সঠিক নাও হতে পারে। তাই সূচক-ভিত্তিক লগ্নি করার জন‌্য ভারত ২২ ছাড়াও অন‌্য সূচক বেছে নিতে পারেন বিনিয়োগকারীরা। একেবারে পুরোপুরি পাবলিক সেক্টর কোম্পানি ছাড়াও এই সূচকে আছে কয়েকটি বিশেষ প্রাইভেট সংস্থার স্টক। L&T, ITC এবং Axis Bank – তিনটিই দেশের সবথেকে বৃহৎ কোম্পানিগুলোর তালিকায় আছে। এছাড়াও ‘জায়ান্ট’ পাবলিক সেক্টর সংস্থা (যেমন NTPC, NHPC, ONGC) রয়েছে। নিজের পরামর্শদাতার সঙ্গে আলোচনা করে এইসব স্টকের উপর নজর রাখতে পারেন লগ্নিকারীরা।

কোন সেক্টরে কত?

ফ্রি ফ্লোট মার্কেট ক‌্যাপিটালাইজেশনের ভিত্তিতে এই চার্টের সূত্র Bombay Stock Exchange (গত ১১ই অক্টোবরের তথ‌্য অনুযায়ী)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বম্বে স্টক এক্সচেঞ্জের “ভারত ২২” সূচকটি আগে ঘোষিত হলেও, ইদানীং তেমন খবরের শিরোনামে ছিল না বললেই চলে।
  • সম্প্রতি সংশ্লিষ্ট স্টকগুলোর একাংশ নিয়ে আগ্রহ বাড়ায়, ফের এই সূচকের কথা নানা মহলে শোনা যাচ্ছে, ইনভেস্টররাও জানতে চাইছেন ব‌্যাপারটি নিয়ে।
  • এগুলোর মধ্যে আছে ব‌্যাঙ্কিং, অয়েল অ‌্যান্ড গ‌্যাস, পাওয়ার জেনেরেশন, কোল এবং অন‌্য কমোডিটি, সিভিল কনস্ট্রাকশন।
Advertisement