shono
Advertisement
Personal Finance

চর্চায় মুথুট ফিনকর্পের এনসিডি, ইউপিআই ব্যবহার করে লগ্নি

বিশদের জন‌্য সংস্থার ওয়েবসাইটে খোঁজ খবর করতে পারেন।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 04:53 PM Oct 26, 2024Updated: 04:53 PM Oct 26, 2024

সরাসরি ইউপিআই ব‌্যবহার করে মুথুট ফিনকর্পের সাম্প্রতিকতম ডেবেঞ্চারে লগ্নি করতে পারবেন বিনিয়োগকারীরা। তবে বন্ধ হয়ে গিয়েছে সাবস্ক্রিপশন। তথ‌্য সংকলনে টিম সঞ্চয়

Advertisement

মুথুট ফিনকর্প এনসিডি। এই প্রসঙ্গে কয়েকটি জরুরি তথ‌্য।
১. ইস্যু প্রাইস: ১,০০০ টাকা প্রতি ডেবেঞ্চারের ক্ষেত্রে
২. ফেস ভ‌্যালু: ১,০০০ টাকা
৩. নূন্যতম অ‌্য‌াপ্লিকেশন: ১০টি ডেবেঞ্চার, অর্থাৎ অন্তত ১০,০০০ টাকা দিতে হবে প্রাথমিকভাবে
ক্রেডিট রেটিং ক্রিসিল এএ/স্টেবল (ডবল এ মাইনাস রেটিং উইথ স্টেবল আউটলুক)
৪. ইন্টারেস্ট রেট: নির্ভর করবে কেমন টেন্যুর বেছে নিচ্ছেন লগ্নিকারী। সব থেকে কম মেয়াদের জন‌্য (২৪ মাস) ৯ শতাংশ। আর সর্বাধিক মেয়াদের জন‌্য (৭২ মাস) তা ১০.১০ শতাংশ। এছাড়া একাধিক কিউমুলেটিভ অপশনও আছে।

বলে রাখা ভালো যে, এখন এই এনসিডি-র জন‌্য লগ্নিকারীরা সরাসরি ইউপিআই ব‌্যবহার করে বিনিয়োগ করতে পারবেন। বিশদের জন‌্য সংস্থার ওয়েবসাইটে খোঁজ খবর করতে পারেন তাঁরা। উল্লেখ‌্য, এনসিডি-টি ‘সিকিওরড’ শ্রেণিভুক্ত। সঙ্গের চার্টে সুদ সংক্রান্ত তথ‌্য পাবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সরাসরি ইউপিআই ব‌্যবহার করে মুথুট ফিনকর্পের সাম্প্রতিকতম ডেবেঞ্চারে লগ্নি করতে পারবেন বিনিয়োগকারীরা।
  • নির্ভর করবে কেমন টেন্যুর বেছে নিচ্ছেন লগ্নিকারী। সব থেকে কম মেয়াদের জন‌্য (২৪ মাস) ৯ শতাংশ।
  • বিশদের জন‌্য সংস্থার ওয়েবসাইটে খোঁজ খবর করতে পারেন তাঁরা।
Advertisement