shono
Advertisement

অপূর্ব-নিশোর বন্ধুত্বে ফাটল! কথাও বন্ধ দুই তারকার, কেন এই মান-অভিমান?

চর্চায় পদ্মাপাড়ের দুই তারকার বন্ধুত্বের সমীকরণ!
Posted: 09:10 PM Jan 17, 2024Updated: 09:10 PM Jan 17, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরফান নিশো এবং জিয়াউল ফারুক অপূর্ব, পর্দায় দুই তারকাকে মাঝেমধ্যেই গুলিয়ে ফেলেন দর্শকরা। অনুরাগীদের কাছে তাঁরা প্রিয় নিশো ও অপূর্ব। কেউ কেউ তো আবার পদ্মাপাড়ের এই দুই তারকাকে ‘ভাই’ বলেও গুলিয়ে ফেলেন। এপার বাংলাতেও অবশ্য নিশো, অপূর্বর গুণমুগ্ধ ভক্তর সংখ্য়া নেহাত কম নয়! দুই তারকার সখ্য়তাও দারুণ ছিল। তবে এবার নাকি আরফান নিশো এবং অপূর্বর বন্ধুত্বের সমীকরণ বদলেছে!

Advertisement

বন্ধু অপূর্বর জন্মদিনে শুভেচ্ছাও জানানি নিশো। সেই থেকেই জল্পনার সূত্রপাত। তাহলে কি তাঁদের বন্ধুত্বে ফাটল ধরেছে? সম্প্রতি এপ্রসঙ্গে মুখ খুলেছিলেন জিয়াউল ফারুক অপূর্ব। তিনি জানান, “ইদানিং নিশোর সঙ্গে একটু মান-অভিমানের পালা চলছে। দীর্ঘদিন কথাও হয় না আমাদের। বন্ধুত্বে আস্থা এবং বিশ্বাসটা থাকা খুব জরুরী। কিন্তু কেন জানি না আমার মনে হয়েছে, সেই বিষয়টা আমাদের মধ্যে কম!” বাংলাদেশের প্রথম সারির এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথাই জানান অপূর্ব। যিনি কিনা ইতিমধ্যেই ভারতে কাজ করে ফেলেছেন। প্রতীম দাশগুপ্তর ‘চালচিত্র’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। অন্যদিকে, নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’ নিয়েও পশ্চিমবঙ্গের দর্শকমহলে বেশ চর্চা হয়েছিল।

[আরও পড়ুন: রাত-বিরেতে অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে অনুপম! কেন জানেন?]

আরফান নিশোকে নাকি অপূর্বই অভিনয়ে এনেছিলেন, গতবছর এক সাক্ষাৎকারে নিজেদের বন্ধুত্বের সমীকরণের কথা উল্লেখ করতে গিয়ে একথাও জানিয়েছিলেন ‘চালচিত্র’ অভিনেতা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটা সম্ভবত বদলেছে। সেই খবর প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীদের আশা, খুব দ্রুত যেন নিশো ও অপূর্বর মান-অভিমান মিটে যায়।

[আরও পড়ুন: ভাগ্যের ফের! মান্না-আরতিদের সঙ্গে মঞ্চ কাঁপানো শিল্পী এখন চা বিক্রেতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement