সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনের (China) অভিসন্ধিতে ফের জল ঢালল ভারত। বিভিন্ন বিষয় বাংলাদেশকে (Bangladesh) পাশে টানতে শুরু করেছিল ড্রাগন। এবার সেই অভিসন্ধিতে জল ঢেলে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সোমবার বৈঠক সারলেন দু’দেশের বিদেশমন্ত্রী (MEA)। আবার দ্রুতই উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে জয়েন্ট কনসালটিভ কমিশন বৈঠকে বসছে বলে খবর।
এদিন বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর আব্দুল মোমেনের সঙ্গে ফোনে বৈঠক সারেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। দ্বিপাক্ষিক ইস্যুতে দু’দেশের বিদেশমন্ত্রীদের কথা হয়। ত্রিপুরা থেকে জলপথে বাংলাদেশের যোগাযোগ স্থাপন নিয়েও দুই মন্ত্রীর মধ্যে আলোচনা হয়। এরপরই তিনি টুইট করে জানান, “জেসিসির এই বৈঠক শিগগিরই হবে। দু’টি দেশই একজোট হয়ে মুখ্য উদ্দেশ্যগুলিকে বাস্তবতা দিতে চলেছে।” যা লাদাখ পরিস্থিতিতে চিনের উপর চাপ সৃষ্টি করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
[আরও পড়ুন: ‘সন্ত্রাসের পেটেন্ট শুধু BNP’র’, প্রণবকে নিয়ে সরকারের সমালোচনার জবাব হাসিনার মন্ত্রীর]
করোনা ভ্যাকসিনের ট্রায়াল বাণিজ্যিক স্বার্থ, সমস্ত ক্ষেত্রেই নেপালের মতো ভারতের প্রতিবেশী বাংলাদেশকেও নিজের পক্ষে আনতে চেষ্টা করেছিল চিন। এবার সেই ছক বানচাল করতে মাঠে নামলেন এককালের দুঁদে আইএফএস অফিসার জয়শংকর। সেই লক্ষ্যে অনেকটাই যে সফল হলেন তা বলার অপেক্ষা রাখে না।
[আরও পড়ুন: ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্যের নয়া রাস্তা, গোমতী নদীপথে শুরু পণ্য পরিবহণ]
The post চিনের ছক বানচাল! দূরত্ব কমিয়ে দ্রুত বৈঠকে বসছে ভারত-বাংলাদেশ, টুইট বিদেশমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.