shono
Advertisement

Breaking News

ব্রুনেইয়ের ধনকুবের সুলতানকে ১৫টি ছাগল উপহার বাংলাদেশের

'কৃষি কূটনীতি' হাসিনা সরকারের।
Posted: 04:03 PM Oct 19, 2022Updated: 04:03 PM Oct 19, 2022

সুকুমার সরকার, ঢাকা: ব্রুনেইয়ের ধনকুবের সুলতানকে ১৫টি ছাগল উপহার দিল বাংলাদেশ। বিশ্বের অন্যতম সমৃদ্ধিশালী দেশটির সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে কৃষি কূটনীতির অংশ হিসেবেই এই পদক্ষেপ হাসিনা সরকারের। শুধু ছাগল নয়, সুলতানকে দু’টি চিতল হরিণ, এক জোড়া ময়ূর ও এক জোড়া ময়না উপহার দিয়েছে ঢাকা। এগুলো ব্রুনেইতে পাঠানো হয়েছে।

Advertisement

সূত্রের খবর, বাংলাদেশের (Bangladesh) খাসির মাংসের বিষয়ে প্রবল আগ্রহ রয়েছে ব্রুনেইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লার। সেই কারণে প্রজননের জন্য ওই ১৫টি ছাগল উপহার দেওয়া হয়েছে। ব্রুনেইয়ের সুলতানকে ছাগল উপহারের বিষয়টিকে ‘কৃষি কূটনীতির’ অংশ হিসেবে অভিহিত করে কয়েকজন কূটনীতিক বলেছেন, হুট করেই উপহারের বিষয়টি আসেনি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের খাসির মাংস খাওয়ার পর এর স্বাদ নিয়ে প্রশংসা করেন সুলতান। এরপর দুই পক্ষের মধ্যে যোগাযোগ শুরু হয়। এবারের সফরে সব প্রস্তুতি শেষ করে উপহার হিসেবে তা ব্রুনেইতে পাঠানো হয়েছে।

[আরও পড়ুন: ইসলামিক স্টেটের কায়দায় খুন, রোহিঙ্গা শিবিরে বাড়ছে জঙ্গিদের দৌরাত্ম্য]

বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেন (A K Abdul Momen)  ব্রুনেইয়ের সুলতান সম্পর্কে তখনই বলেছিলেন, ‘‘ছাগল ওঁর খুব পছন্দ। উনি যাওয়ার সময় আমরা কিছু দিয়ে দেব।’’ তার পরেই এই উপহার পাঠানো হয়েছে। এতে দুই দেশের পারস্পরিক সম্পর্কের উন্নতি হবে বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, গত শনিবার বাংলাদেশ সফরে আসেন ব্রুনেইয়ের ধনকুবের সুলতান ওয়াদদৌল্লা। সফরের প্রথম দিনে রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদ বঙ্গভবনে সুলতানের সম্মানে নৈশভোজের আয়োজন করেন। সূত্রের খবর, নৈশভোজের উপস্থিতি ছিলেন বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেন, বিদেশ প্রতিমন্ত্রী মহম্মদ শাহরিয়ার আলম-সহ অনেকেই। সেখানে আলোচনায় পুরনো ঢাকার কাচ্চি বিরিয়ানির ওপূর্ব স্বাদের কথা ওঠে। তারপরের দিন অর্থাৎ, গত রবিবার দুপুরে সুলতান ও তাঁর সফরসঙ্গীরা কেরানিগঞ্জে রান্না করা কাচ্চি বিরিয়ানি দিয়ে মধ্যাহ্নভোজ সারেন।

[আরও পড়ুন: ছড়াচ্ছে জেহাদের বিষ, বাংলাদেশে আত্মপ্রকাশ করল নতুন জঙ্গি সংগঠন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার