shono
Advertisement

ছাত্র বিক্ষোভের জের, সোশ্যাল মিডিয়ায় গুজব রুখতে উদ্যোগী ঢাকা

তিনজনকে গুজব ছড়ানো ও উসকানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। The post ছাত্র বিক্ষোভের জের, সোশ্যাল মিডিয়ায় গুজব রুখতে উদ্যোগী ঢাকা appeared first on Sangbad Pratidin.
Posted: 06:11 PM Aug 07, 2018Updated: 06:41 PM Aug 07, 2018

সুকুমার সরকার, ঢাকা: দেশের নিরাপত্তার প্রয়োজনে সোশ্যাল মিডিয়ার ওপর নজরদারি চালানো বিষয়ে গুরুত্ব দিয়েছে ভারত। এবার সেই পথেই এগোতে উদ্যোগী হয়েছে বাংলাদেশও। বিশেষ করে দুই সহপাঠীর বাস চাপা পড়ে নিহতের জের ধরে বাংলাদেশে তুমুল ছাত্র আন্দোলন গড়ে ওঠে। শেখ হাসিনা সরকার বিরোধী একটিমহল ওই আন্দোলনে নৈরাজ্য সৃষ্টি করে তা ভিন্ন খাতে নিতে কয়েক দিন ধরেই দেশে নানা ধরনের গুজব ছড়িয়ে দেয়। বিশেষ করে ফেসবুক, টুইটার, ইউটিউব, অনলাইন নিউজ পোর্টাল ও ব্লগে বিভিন্ন উসকানিমূলক পোস্ট, লেখা, লাইভ ভিডিওএর মাধ্যমে উসকানি ও গুজব ছড়ানো হয়। অনেকেই গুজব না বুঝে তা শেয়ার করছেন, এতে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতি প্রতিহত করতে কঠোর নজরদারি শুরু করেছে পুলিশ। পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সোশ্যাল মিডিয়া মনিটরিং ইউনিট ছাড়াও একাধিক সংস্থা গুজব রটানোকারীদের শনাক্ত করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অপচেষ্টাকারীদের বিরুদ্ধে গত দুইদিনে রাজধানী ঢাকার রমনা থানায় ৪৫টি মামলা দায়ের করা হয়েছে। তিনজনকে গুজব ছড়ানো ও উসকানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে ৫ দিনের রিমান্ডে রয়েছে। উসকানি ও গুজব ছড়ানো ২০০ ফেসবুক আইডি ও ৩০টি ওয়েব সাইট-সহ সোশ্যাল মিডিয়ার শতাধিক ইমো ও ভাইবার আইডি শনাক্ত করেছে পুলিশ। এগুলোর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে ইতিমধ্যে ঢাকা ও ঢাকার বাইরে অভিযান শুরু করেছে পুলিশ।

Advertisement

[দুর্বল চিত্তের মানুষদের সঙ্গে থাকার দরকার নেই, ছাত্র বিক্ষোভে ক্ষুব্ধ হাসিনা]

পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক জানান, গুজব সৃষ্টি করতে এবং দেশকে অশান্ত করতে সংঘবদ্ধ কিছু গ্রুপ দেশি-বিদেশি অনেক ঘটনার পুরনো ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে শিক্ষার্থীদের উসকে দেয়। কেউ কেউ গুজব প্রচার করে সহিংস হবার আহ্বান জানাচ্ছে। এ ধরনের গুজবের জেরে গত শনিবার জিগাতলা-সহ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।গুজবের জের ধরেই শনিবার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ধানমন্ডিতে শাসকদল আওয়ামি লিগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে হামলা করে। জানা যায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উসকানিমূলক পোস্ট, লেখা, ভিডিও আপলোড করার জন্য রমনা মডেল থানায় ২ আগস্ট ২৯ ইউজারের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা হয়েছিল। একই অপরাধে ৫ আগস্ট সাইবার ক্রাইম ইউনিটের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের এএসআই অজয় কুমার বিশ্বাস আরও ১৬ ইউজারের বিরুদ্ধে একটি মামলা করেন। এই ৪৫টি আইডি’র মধ্যে রয়েছে, জুম বাংলা নিউজ পোর্টাল, বিএনপি সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় সংসদ, অ্যাক্সিডেন্ট নিউজ, বাংলামেইল৭১, বাঁশেরকেল্লা ৪টি, ফাইট ফর সারভাইভার্স রাইট, ফাঁকিবাজ লিংক, আন্দোলন নিউজ। এছাড়াও রানা মাসুম-১, নওরিন-০৭, দিপু খান বিএনপি, ইদ্রিস হোসেন, এম আল আমিন-৯৯, বিপ্লবী কাজী, নাসিফ ওয়াহিদ ফায়জাল। ইউজারগুলো হলো- এমডি মাসুম, তারেক আজিজ, মনজেল মোর্শেদ সাব্বির, নাফিজ জামান, নুসরত জাহান সোনিয়া, বিশ্ব তরুণ প্রজন্ম, এনসিপি-জাতীয়তাবাদী সাইবার দল, আকাইম্মা, জয়নাল আবেদিন, আর৯৯, অপূর্ব চৌধুরি, জালিমের কারাগার, লুমা সরকার।

[বাংলাদেশে ছাত্র আন্দোলনের জেরে বন্ধ 4G ও 3G পরিষেবা]

The post ছাত্র বিক্ষোভের জের, সোশ্যাল মিডিয়ায় গুজব রুখতে উদ্যোগী ঢাকা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার