shono
Advertisement

Breaking News

মায়ানমারের হাতে ২৫ হাজার রোহিঙ্গার তালিকা তুলে দিল বাংলাদেশ

নিরাপদ আশ্রয় ছেড়ে ফের রাখাইন প্রদেশে ফিরতে নারাজ রোহিঙ্গারাও। The post মায়ানমারের হাতে ২৫ হাজার রোহিঙ্গার তালিকা তুলে দিল বাংলাদেশ appeared first on Sangbad Pratidin.
Posted: 02:31 PM Jul 30, 2019Updated: 02:31 PM Jul 30, 2019

সুকুমার সরকার, ঢাকা: মায়ানমারের হাতে ২৫ হাজার রোহিঙ্গা শরণার্থীর তালিকা তুলে দিল বাংলাদেশ। সোমবার, রাজধানী ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় মায়ানমারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের বিদেশসচিব কামরুল আহসান। তারপরই সাংবাদিকদের এই কথা জানান তিনি।

Advertisement

[আরও পড়ুন: মাদ্রাসায় পাশবিক লালসার শিকার ৪ ছাত্রী, গ্রেপ্তার প্রতিষ্ঠাতা ‘বড় হুজুর’]

রোহিঙ্গা শরণার্থীদের ফেরত নিতে আগেই বাংলাদেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে মায়ানমার। তবে আজও সেই চুক্তি বাস্তবায়িত হয়নি। ফলস্বরূপ, শরণার্থীদের ফেরত নেওয়াকে কেন্দ্র করে ঢাকা ও নাইপিদাওয়ের মধ্যে ক্রমেই বাড়ছে উত্তেজনা। বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক মহলও। ফলে একপ্রকার বাধ্য হয়ে পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ সফরে এসেছেন মায়ানমারের প্রতিনিধি দল। দেশটির বিদেশসচিব মিন্ট খোয়ের নেতৃত্বে রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা চালাচ্ছে মায়ানমারের প্রতিনিধি দল। সোমবার আলোচনা শেষে মিন্ট খোয়ে বলেন, ‘বাংলাদেশে আশ্রয়গ্রহণ করা রোহিঙ্গা শরণার্থীদের ফেরত নিতে প্রস্তত মায়ানমার। তবে তাঁরা ফেরত যাবেন কিনা, সেই সিদ্ধান্ত নিতে হবে তাঁদেরই।’ বাংলাদেশের বিদেশসচিব বলেন, ‘ রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া সঠিক দিশায় এগিয়ে যাচ্ছে। নতুন করে ২৫ হাজার রোহিঙ্গার তথ্য যাঁচাইর জন্য মায়ানমারকে দেওয়া হয়েছে।’ 

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্ট মাসেই রোহিঙ্গা শরণার্থীদের ফেরত নিতে বাংলাদেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে মায়ানমার। তারপর ৫৫ হাজার উদ্বাস্তুর তথ্য নাইপিদাওয়ের হাতে তুলে দিয়েছে ঢাকা। তবে নানা আইনি জটিলতায় এখনও দেশে ফিরতে পারেননি শরণার্থীরা। সমস্ত কিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর মাস থেকেই রোহিঙ্গাদের রাখাইনে ফেরত পাঠানো যাবে বলে মনে করছে হাসিনা সরকার। প্রসঙ্গত, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রায় নুয়ে পড়েছে বাংলাদেশের অর্থনীতি। এদিকে, নিরাপদ আশ্রয় ছেড়ে ফের রাখাইন প্রদেশে ফিরতে নারাজ রোহিঙ্গারাও। তাঁদের অভিযোগ, ফিরে গেলে ফের হামলা চালাবে বার্মিজ সেনা। সেক্ষেত্রে শরণার্থী হয়ে থাকলে অন্তত প্রাণে বাঁচতে পারবেন তাঁরা।    

[আরও পড়ুন: বাংলাদেশে বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা, সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী]

 

The post মায়ানমারের হাতে ২৫ হাজার রোহিঙ্গার তালিকা তুলে দিল বাংলাদেশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement