ছাত্রদের অসহযোগ আন্দোলন ঘিরে ফের অগ্নিগর্ভ বাংলাদেশ। রবিবার কোটা আন্দোলন কার্যত হাসিনা হঠাও অভিযানে পরিণত হয়। রাজধানী ঢাকা-সহ বিভিন্ন জেলায় আন্দোলনকারী, বিএনপি, জামাত, পুলিশ এবং আওয়ামি লিগের মধ্যে দফায় দফায় সংঘর্ষে মৃতের সংখ্যা শতাধিক। পদত্যাগ করেছেন হাসিনা। দেশে সেনাশাসন। গ্রাউন্ড জিরো থেকে সরাসরি সংবাদ প্রতিবেদনে সুকুমার সরকার।
রাত ০১. ১১: সাম্প্রদায়িক সম্প্রীতি ও সরকারি সম্পত্তি রক্ষায় এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের
সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন। আজ রাতে জাতির উদ্দেশে ভাষণে এ আহ্বান জানান তিনি।
রাত ১২.৩০: বাংলাদেশে শান্তি বজায় রাখার আবেদন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের। শান্তিপূর্ণভাবে ও গণতান্ত্রিক পদ্ধতি মানে ক্ষলতা হস্তান্তরের আবেদনও জানিয়েছেন তিনি। এদিকে, সব দলের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছে আমেরিকাও।
রাত ১১.৪০: সেনা সমর্থিত কোনও সরকারকে সমর্থন করা হবে না। সাংবাদিক সম্মেলম করে জানিয়ে দিল আন্দোলনকারী ছাত্ররা। তাঁরা সাফ জানিয়েছেন, সেনা সমর্থিত সরকার বা জরুরি অবস্থা দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার, এ ধরনের কোনও সরকারকে বিপ্লবী ছাত্র-জনতা গ্রহণ করবে না।
রাত ১১. ২০: রাজধানী ঢাকার ১৩টি থানা ও দেশের দুটি কারাগারে হামলার খবর।
রাত ১১. ১৫: বরিশালে প্রাক্তন মেয়রের বাড়িতে হামলা, আগুন। বাড়ি থেকে উদ্ধার ৩টি পোড়া লাশ।
রাত ১১. ১০: ঝিনাইদহে হামলায় ইউপি চেয়ারম্যানসহ ৪ জন নিহত বিক্ষোভকারীদের হাতে।
রাত ১১. ০৫: শ্রীপুরে বিজিবির গাড়িতে আগুন। মৃত ৫। নোয়াখালিতে থানায় হামলায় নিহত ২ পুলিশ-সহ ৫।
রাত ১০. ২৮: সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত কারফিউ। সেনার নির্দেশে মঙ্গলবার থেকেই সব শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান খুলছে।
রাত ১০. ১৫: চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান এবং তাঁর ছেলে চিত্রনায়ক শান্ত খানকে পিটিয়ে হত্যা।
রাত ১০. ১০: সমস্ত বন্দি আন্দোলনকারী এবং বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তির নির্দেশ বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবউদ্দিনের।
রাত ১০. ০৫: বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে হামলা চালাল বিক্ষোভকারীরা।
রাত ৯. ৪৫: চুয়াডাঙ্গায় যুবলিগ নেতার বাড়িতে আগুন দিল বিক্ষোভকারীরা। উদ্ধার ৪টি লাশ।
রাত ৯. ৩০: বাংলাদেশ ইস্যুতে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে জরুরি বৈঠক।
রাত ৯. ০৫: দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান খালেদা জিয়ার।
রাত ৮. ৪৫: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাত ৮. ০০: দিল্লির বাংলাদেশ দূতাবাসে নিরাপত্তা বাড়ানো হল।
দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে বাড়ল নিরাপত্তা।
সন্ধে ৭. ৫৫: হিন্ডেন এয়ারবেসে হাসিনার সঙ্গে দেখা করলেন অজিত ডোভাল।
সন্ধে ৭. ৪৫: অন্তর্বর্তী সরকারের প্রধান হতে পারেন নোবেলজয়ী ইউনুস।
সন্ধে ৭.২০: মা আর রাজনীতিতে ফিরবে না। সংবাদসংস্থা বিবিসিকে জানালেন হাসিনার ছেলে জয়।
সন্ধে ৭.০৪: বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিদেশমন্ত্রী জয়শংকরের কথা।
সন্ধে ৬: ৩০: সেনাপ্রধান শিগগির ছাত্র–শিক্ষক প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসবেন।
সন্ধে ৬: ১০: বর্তমানে আমেরিকায় সপরিবারে রয়েছেন জনপ্রিয় ক্রিকেটার শাকিব আল হাসান। সূত্রের খবর, উদ্ভূত পরিস্থিতিতে অদূর ভবিষ্যতে দেশে ফেরার সম্ভাবনা নেই।
বিকেল ৫. ৫৫: প্রাক্তন ক্রিকেটার মাশরফি মোর্তাজার বাড়িতে আগুন দিল বিক্ষোভকারীরা।
বিকেল ৫.৫০: গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে অবতরণ হাসিনার।
বিকেল ৫. ৩০: বাংলাদেশের সঙ্গে রেল ও বিমান পরিষেবা বন্ধ করল ভারত।
বিকেল ৫. ১০: প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর চালাল বিক্ষোভকারীরা।
বিকেল ৫.০৫: দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিকেল ৫. ০০: ধানমণ্ডির বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান স্মৃতি জাদুঘরে আগুন দিল বিক্ষোভকারীরা।
বিকেল ৪. ২০: আওয়ামি লিগের ধানমণ্ডি এবং ঢাকা জেলা কার্যালয়ে ভাঙচুর, আগুন।
বিকেল ৪.০৫: বাংলাদেশে গণঅভ্যুত্থানে ভারতের সীমান্তগুলিতে সতর্কতা বিএসএফের। বন্ধ আমদানি-রপ্তানি।
বিকেল ৪.০০: প্রধানমন্ত্রীর বাসভবনে উন্মত্ত জনতার তাণ্ডব। বঙ্গবন্ধুর মূর্তি, ছবি তছনছ।
দুপুর ৩.২৫: বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, জানালেন সেনাপ্রধান। জামাতের আমির ছিল সেনা দপ্তরের বৈঠকে।
দুপুর ৩. ২০: ঢাকার ধানমণ্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে হামলা এবং ভাঙচুর।
দুপুর ৩.১৫: বাংলাদেশে হাতুড়ির ঘায়ে ভাঙা হচ্ছে বঙ্গবন্ধু মুজিবর রহমানের মূর্তি।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
দুপুর ৩. ০৫: দুপুর আড়াইটে নাগাদ হেলিকপ্টারে চেপে ভারতের উদ্দেশে রওনা দেন হাসিনা এবং রেহানা।
দুপুর ৩.০০: অনির্বাচিত দল যেন ক্ষমতা দখল না করে, সেনাকে বার্তা হাসিনার ছেলে সঞ্জীব জয় ওয়াজেদের।
দুপুর ২.৫০: বাংলাদেশে প্রধানমন্ত্রীর বাসভবন 'গণভবন' দখল করল বিক্ষোভকারীরা।
গণভবন ছাড়ছেন হাসিনা এবং রেহানা।
দুপুর ২. ৪৫: পদত্যাগ করলেন হাসিনা! রওনা দিলেন ভারতের উদ্দেশে, খবর এএফপি সূত্রে।
দুপুর ২. ৪০: দেশ ছেড়ে পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন হাসিনা!
দুপুর ২. ৩০: অগ্নিগর্ভ বাংলাদেশে 'গণভবন' ছাড়লেন হাসিনা।
এএফপি সূত্রে খবর, অশান্তির জেরে বাংলাদেশে প্রধানমন্ত্রীর বাসভবন 'গণভবন' ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তাঁকে ঠিক কোথায় রাখা হয়েছে, তিনি সেনার পাহারায় আছেন কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি। গণভবন ছেড়েছেন হাসিনার বোন মুজিবকন্যা শেখ রেহানাও।
দুপুর ২. ২০: দেশে শান্তিরক্ষায় পদত্যাগ করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
অগ্নিগর্ভ বাংলাদেশে সেনা সদর দপ্তরে চলছে উচ্চ পর্যায়ের বৈঠক। সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে রয়েছেন জাতীয় পার্টির দুই প্রবীণ নেতা আনিসুল ইসলাম ও মুজিবুল হক চুন্নু। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলকে ডাকা হয়েছে সেনা সদর দপ্তরে। সূত্রের খবর, দেশে শান্তি ফেরাতে জনতার দাবি মেনে পদত্যাগ করতে পারেন শেখ হাসিনা।
দুপুর ২. ১৫: বৈঠকে ডাক পেয়েছেন জাতীয় পার্টির আনিসুল ইসলাম ও মুজিবুল হক চুন্নু
জাতীয় পার্টির সিনিয়র চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবং দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু সেনাপ্রধানের বৈঠকে ডাক পেয়েছেন। শুরু হয়েছে বৈঠক। এই বৈঠকের পরেই জনতার উদ্দেশে বার্তা দেবেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।
দুপুর ২. ০৯: বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলকে ডাকা হয়েছে
বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সেনা সদর দপ্তরে বৈঠক শুরু হয়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে এই বৈঠকে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলও। মনে করা হচ্ছে আইনি বিষয়ে পরামর্শের জন্যই আসিফ নজরুলকে ডাকা হয়েছে।
দুপুর ১:৫৩: বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করছেন সেনাপ্রধান
সূত্রের খবর, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সেনার সদর দপ্তরে বাংলাদশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বৈঠক করছেন।
দুপুর ১২:৫৫: সেনাপ্রধান জনগণের উদ্দেশে বার্তা দেবেন
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ জনগণের উদ্দেশে বার্তা দেবেন। বাহিনীর জনসংযোগ দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দপ্তর জানিয়েছে, সেনাকর্তার ভাষণের সময় পর্যন্ত জনসাধারণকে হিংসা পরিহার করে ধৈর্য ধরার অনুরোধ করা হয়েছে।
নতুন করে ফের অশান্ত বাংলাদেশ। হু হু করে বাড়ছে প্রাণহানি। 'মার্চ টু ঢাকা' কর্মসূচি ঘিরে সোমবার নতুন করে অশান্তির আশঙ্কা করা হচ্ছে। এদিন সকাল ১০টা নাগাদ ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হন শিক্ষার্থীরা। পুলিশ তাঁদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের শেল ছুঁড়ে সরিয়ে দেন।
বাংলাদেশে জারি কারফিউ। সোমবার থেকে বুধবার পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তার ফলে সোমবার সকাল থেকে ফাঁকা রাস্তাঘাট। জায়গায় জায়গায় চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল। তারই মাঝে আন্দোলনকারীরা 'মার্চ টু ঢাকা'র ডাক দেন। এদিন সকাল ১০টা নাগাদ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়ারা ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে জড়ো হন। তবে পরিস্থিতি যাতে নতুন করে অশান্ত না হয়ে ওঠে তাই আন্দোলনকারীদের হঠানোর প্রক্রিয়া শুরু হয়। পড়ুয়াদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। কাঁদানে গ্যাসের শেলও ফাটানো হয়। ঢাকার যাত্রাবাড়ি এলাকাতেও ভিড় জমিয়েছেন অনেকেই। সেদিকের পরিস্থিতির উপর কড়া নজর প্রশাসনের।
[আরও পড়ুন: ফের ঘনাচ্ছে দুর্যোগ, কী রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কপালে?]
এদিকে, নতুন করে ব্যাপক অশান্তির ঘটনায় বাংলাদেশে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। রবিবারই রাজধানী ঢাকা-সহ ২০টি জেলায় মৃতের সংখ্যা ছিল ৯৮ জন। সোমবার সকালে পাওয়া খবর অনুযায়ী, সিলেট, মানিকগঞ্জ, শেরপুরে আরও ১ জন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে। তার ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০১ জন। সোমবার থেকে সম্পূর্ণ বন্ধ ইন্টারনেট। এর আগে গত ১৭ জুলাই থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। ৫ দিন পর ২৩ জুলাই ফের ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হয়। এবং ১০ দিন পর অর্থাৎ ২৮ জুলাই থেকে মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু হয়। তবে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও টিকটক বন্ধই ছিল। গত ৩১ জুলাই থেকে ফেসবুক চালু হয়েছিল।