অরূপ বসাক, মালবাজার: জঙ্গলের মাঝখান দিয়ে চলে গিয়েছে চালসা-জলপাইগুড়ি জাতীয় সড়ক। সেই রাস্তাতেই এবার ঘটল হাতির হামলা। কোনওরকমে বরাতজোড়ে বাঁচলেন দুই ব্যক্তি। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। ঘটনার পর থেকে আরও কড়া নজরদারির কথা জানিয়েছে বনদপ্তর। শনিবার বিকেলের পর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মালবাজার এলাকায়।

জানা গিয়েছে, চালসা-জলপাইগুড়ি ব্যস্ত জাতীয় সড়ক। দিন-রাতে প্রচুর সংখ্যায় গাড়ি যাতায়াত করে। ওই রাস্তার দু'পাশে রয়েছে ঘন জঙ্গল। শনিবার বিকেলের পর একটি বিশাল পুরুষ হাতি রাস্তার উপর চলে আসে। সেসময় একটি গাড়ি একদম কাছাকাছি চলে আসে ওই হাতির। মেজাজ হারিয়ে ওই হাতিটি গাড়ির দিকে ধেয়ে যায়। সামনে হাতি ছুটে আসছে দেখে খানিকক্ষণের জন্য সম্বিত হারান দুই আরোহী। শেষে কোনওরকমে গাড়ির দরজা খুলে তাঁরা রাস্তায় নেমে ছুটতে থাকে। হাতিটি প্রথমে তাঁদের অল্প তাড়া করে।
এরপর হাতিটির রাগ গিয়ে পড়ে ওই গাড়িটির উপরে। ধাক্কা দিয়ে গাড়িটিকে উলটে ফেলার চেষ্টা করে সে। ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাস্তার দু'পাশে নির্দিষ্ট দূরত্বে অন্যান্য গাড়ি দাঁড়িয়ে যায়। মত্ত গজরাজ সড়কের উপর কার্যত দাপাদাপি করতে থাকে বলে খবর। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বনকর্মীরা। নিরাপদ দূরত্বে সকলকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রায় ৪৫ মিনিট ধরে হাতিটি সেখানে ছিল। এরপর সে বনের ভিতর ঢুকে যায়।
পরিস্থিতি নিরাপদ, সেটি অনুমান করার পরেই ফের শুরু হয় যান চলাচল। ওই দুই ব্যক্তিও তাঁদের গাড়ি নিয়ে গন্তব্যে পাড়ি দেন। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বনদপ্তর বিষয়টির পর নজরদারি শুরু করেছে। হাতিটি কি দলছুট হয়ে গিয়েছে? সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।