সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের (IPL 2025) ইতিহাসের অন্যতম দুই সফল দল তারা। চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। রবিবাসরীয় সন্ধ্যায় মুখোমুখি হতে চলেছে তারা। চিপকে দুই দল মাঠে নামার আগে ফুটছেন সমর্থকরা। তাঁরা হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায়। দুই দলই পাঁচবার আইপিএল শিরোপা জয়ী। কিন্তু একে অপরের বিরুদ্ধে মুখোমুখি রেকর্ড কেমন?

এখনও পর্যন্ত সিএসকে (CSK) এবং মুম্বই ইন্ডিয়ান্স (MI) আইপিএলে ৩৭ বার মুখোমুখি হয়েছে। ২০ বার জিতেছে মুম্বই। সিএসকে ১৭ বার। সুতরাং, হেড টু হেড বিচারে এগিয়ে মুম্বই। অন্যদিকে, মুম্বইয়ের সর্বোচ্চ রান ২১৯। চেন্নাইয়ের ২১৮। আবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের সর্বনিম্ন স্কোর ১৩৬। সিএসকে'র সর্বনিম্ন রান ৭৯।
সিএসকে’র বিরুদ্ধে ম্যাচে অধিনায়কত্ব করতে পারবেন না হার্দিক পাণ্ডিয়া। আগের মরশুমের শেষ ম্যাচে ওভাররেটের নিষেধাজ্ঞার কারণে প্রথম ম্যাচে নেই তিনি। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। এদিকে নেই জশপ্রীত বুমরাহও। প্রথম তিনটি ম্যাচে তিনি খেলতে পারবেন না। তাঁর অভাব দল কীভাবে সামাল দেয়, সেটাও দেখার।
সিএসকে শিবিরে তেমন কোনও উদ্বেগ নেই। পূর্ণশক্তির দল নিয়েই তারা নামতে চলেছে। চিপকের পিচ স্পিনারদের বেশি সাহায্য করে। আর দক্ষিণের এই দলে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার মতো স্পিনার। এই ভেন্যুতে প্রচুর রান উঠবে বলে আশা। তবে রাতের দিকে শিশির পড়ার সম্ভাবনা রয়েছে। যে দল টসে জিতবে তারা প্রথমে ফিল্ডিং করতে পারে।