সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ব্যবসায়ী ও তাঁর মেয়েকে গুলি করে খুন করা হল মার্কিন মুলুকে। জানা গিয়েছে, ভারতীয় ব্যক্তির দোকানে ঢুকে আততায়ী গুলি চালায়। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় ভারতীয় ব্যবসায়ীর। হাসপাতালে চিকিৎসা চলাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর কন্যা। বছরছয়েক আগে গুজরাট থেকে আমেরিকায় গিয়েছিল ওই পরিবার।

জানা গিয়েছে, মৃতের নাম প্রদীপ প্যাটেল। গত বৃহস্পতিবার ভোরে মেয়ে উর্মিকে নিয়ে দোকানে যান তিনি। সেই সময়েই দোকানে ঢোকে ডেভন হোয়ারটন নামে এক ব্যক্তি। মদ কিনতে চায় সে। রাতের বেলা কেন দোকান বন্ধ ছিল, সেই প্রশ্নও ছুড়ে দেয়। আর তারপরেই বন্দুক বের করে প্রদীপদের দিকে গুলি চালায় ডেভন। গুলিতে ঝাঁজরা হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রদীপের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ২৪ বছর বয়সি উর্মিকে। চিকিৎসা চলাকালীন হাসপাতালে উর্মির মৃত্যু হয়।
জোড়া খুনের ইতিমধ্যেই ৪৪ বছর বয়সি ডেভনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে বাবা-মেয়ের এমন মর্মান্তিক পরিণতিতে আতঙ্কিত হয়ে পড়েছেন আমেরিকানিবাসী ভারতীয়রা। মাসকয়েক আগেই এক ভারতীয় বংশোদ্ভূতকে গুলি করে খুন করা হয়েছিল মার্কিন মুলুকে। তারপরেই বাবা-মেয়ের খুনে আতঙ্ক ছড়াচ্ছে সেদেশে।
প্রসঙ্গত, ৫৬ বছর বয়সি প্রদীপ ৬ বছর আগে গুজরাট ছেড়ে পাড়ি দেন আমেরিকায়। স্ত্রী হংসাবেন এবং কন্যা উর্মিকেও সঙ্গে নিয়ে যান। মার্কিন মুলুকে গিয়ে ভার্জিনিয়ার একটি দোকানে কাজ করতেন প্রদীপ। প্রসঙ্গত, ওই দোকানটির মালিক পরেশ প্যাটেল। মৃত ভারতীয় ব্যবসায়ী ছিলেন পরেশের এক তুতো ভাইয়ের শ্বশুর। সেই আত্মীয়তার সূত্রেই ভার্জিনিয়ার অ্যাকোম্যাক কাউন্টির দোকানে কাজ শুরু করেন প্রদীপ। তাঁদের এমন মর্মান্তিক পরিণতিতে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের সদস্য-আত্মীয়রা।