shono
Advertisement

Breaking News

পাসপোর্ট ছাড়া বিদেশ সফর, বাংলাদেশি পাইলটকে ক্লোজ করল অভিবাসন দপ্তর

কর্তব্যে গাফিলতির অভিযোগে শাহজালাল বিমানবন্দরের এসআইকেও সাসপেন্ড করা হয়েছে৷ The post পাসপোর্ট ছাড়া বিদেশ সফর, বাংলাদেশি পাইলটকে ক্লোজ করল অভিবাসন দপ্তর appeared first on Sangbad Pratidin.
Posted: 06:47 PM Jun 08, 2019Updated: 06:47 PM Jun 08, 2019

সুকুমার সরকার, ঢাকা: পাসপোর্ট ছাড়া দোহায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনতে যাওয়া পাইলটকে ক্লোজ করা হল৷ ঘটনা খতিয়ে দেখতে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি তৈরি করা হয়েছে৷

Advertisement

[ আরও পড়ুন: পাসপোর্ট নেই, হাসিনাকে আনতে গিয়ে আটক বাংলাদেশি পাইলট]

গত বুধবার কাতার থেকে বিদেশ সফররত হাসিনাকে আনতে পাসপোর্ট ছাড়াই সেখানে চলে গিয়েছিলেন বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানচালক ক্যাপ্টেন ফজল মাহমুদ৷ স্বভাবতই তাঁকে আটকে দেয় কাতার অভিবাসন দপ্তর৷ পরে আরেক বিমানচালককে পাঠানো হয় হাসিনাকে আনতে৷ শনিবার বেলা ১০টা ৫৫ নাগাদ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে নিয়ে নামে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান৷ একই ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে ইমিগ্রেশন পুলিশের এসআই কামরুজ্জামানকে৷ ইমিগ্রেশনের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ইসমাইল হোসেন বলেন, অসচেতনতা এবং দায়িত্ব পালন না করায় তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে৷ সূত্রের খবর, ওই দিন পাইলট ফজল মাহমুদকে পাসপোর্টের বিষয়ে জিজ্ঞাসা করা হলে, তিনি জানিয়েছিলেন, ব্যাগে পাসপোর্ট রয়েছে৷ তা সত্বেও পরে দেখা গিয়েছে, পাসপোর্ট ছাড়াই তিনি দোহায় পৌঁছে গিয়েছেন৷

পাসপোর্ট ছাড়াই বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ফজল মাহমুদের বিদেশযাত্রা কেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত কমিটি আহ্বায়ক করা হয়েছে মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নাসিমা বেগমকে৷ কাতার এয়ারলাইন্সের একটি বিমান শুক্রবার ফিনল্যান্ডের স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা ৫ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে কাতারের রাজধানী দোহার উদ্দেশে হেলসিঙ্কি বিমানবন্দর থেকে ওড়েন৷  

[ আরও পড়ুন: মাথা গোঁজার ঠাঁই জোটাতে সন্তান বিক্রি বাংলাদেশের ২ ব্যক্তির]

ফিনল্যান্ডে থাকাকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানকার প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে এক বৈঠক করেন৷ সৌদি আরবে তিনদিনের সফরে সেখানকার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মক্কায় ১৪তম ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দেন হাসিনা৷ তারপর ৩ জুন ত্রিদেশীয় সফরে জেড্ডা থেকে হেলসিঙ্কি পৌঁছান৷ তারও আগে তিনি ছিলেন জাপানের টোকিওতে৷ টানা ১১ দিনের সফর সেরে শনিবার দেশে ফিরেছেন শেখ হাসিনা৷

The post পাসপোর্ট ছাড়া বিদেশ সফর, বাংলাদেশি পাইলটকে ক্লোজ করল অভিবাসন দপ্তর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement