সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে যে জলঘোলা হচ্ছিল, তা সঠিক নয়। সফরের নির্দিষ্ট তারিখই ঠিক হয়নি। তাই হাসিনার ভারত সফরের দিনক্ষণ নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। সফরের আগে দু’দেশের নেতারা আলোচনা করে তবেই সূচি ঠিক করবেন। তারপরই জানা যাবে ঠিক কবে ভারতে আসছেন হাসিনা।
বৃহস্পতিবার ঢাকার বারিধায়ায় ভারতের ৬৮ তম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। সম্প্রতি বাংলাদেশের সংবাদপত্রে প্রধানমন্ত্রী হাসিনার ভারত সফর নিয়ে যে কথা লেখা হচ্ছিল, সেই বিষয়ে বক্তব্য রাখতে গিয়েই একথা বলেন ভারতের হাই কমিশনার শ্রিংলা।
সাধারণতন্ত্র দিবসে পাকিস্তানের মাটিতেও উড়ল তেরঙ্গা
তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৫ সালের জুন মাসে বাংলাদেশ সফর করেছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়ে গিয়েছেন। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বার্তা পাঠ করে শোনান হর্ষবর্ধন শ্রিংলা। গণতন্ত্র প্রতিষ্ঠা ও সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্র-সহ একই ধরনের নীতি বাস্তবায়নে বাংলাদেশ ভারত একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন হর্ষবর্ধন শ্রিংলা। শ্রিংলা বলেন, বাংলাদেশ ও ভারত ঘনিষ্ঠ বন্ধু। উভয় দেশের সংবিধানও একই ধরনের। ভারতে বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট সফর প্রসঙ্গে কমিশনার বলেন, বাংলাদেশের মানুষের আগ্রহের কথা চিন্তা করে নিজ উদ্যোগেই ভারতীয় ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্টদের অনুরোধ করেছিলেন এ বছরের সূচিতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করতে।
পুলিশ প্রেমিকের সময় কই! প্ল্যাটফর্মেই সারলেন বিয়ে
The post সঠিক সময়েই ভারতে আসবেন হাসিনা appeared first on Sangbad Pratidin.