সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস গড়ে ফেলল বাংলাদেশ (Bangladesh)! দুর্বল আফগানিস্তানকে ৫৪৬ রানের ব্যবধানে টেস্ট হারিয়ে রেকর্ড বুকে নাম লিখিয়ে ফেললেন লিটন দাস (Litton Das), নাজমূল হোসেন শান্তরা।
ইনিংসে জয় বাদ দিলে শুধু রানের হিসাবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি তৃতীয় বৃহত্তম জয়। এবং এ শতাব্দীতে সবচেয়ে বড়। এর আগে ১৯২৮ সালে অস্ট্রেলিয়াকে ৬৭৫ রানে হারিয়েছিল ইংল্যান্ড। বছর ছ’য়েক বাদেই আবার বদলা নেয় অস্ট্রেলিয়া। ১৯৩৪ সালে ইংল্যান্ডকে ৫৬২ রানে হারায় অজিরা। অস্ট্রেলিয়ার সেই জয়ের পরই বাংলাদেশের এই জয় ব্যবধানের নিরিখে তৃতীয় বৃহত্তম।
[আরও পড়ুন: নৃশংস! পিসির বাড়ি ঘুরতে গিয়ে পিসতুতো ভাইদের হাতে গণধর্ষণের শিকার নাবালিকা]
মীরপুরে বাংলাদেশ দু’ইনিংসে করেছে যথাক্রমে ৩৮২ রান এবং ৪ উইকেটে ৪২৫ রান। জবাবে আফগানিস্তানের দু’ইনিংসে রান ১৪৬ এবং ১১৫। দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত! তিনি প্রথম ইনিংসে করেন ১৪৬ রান। দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ১২৪ রানের দুর্দান্ত ইনিংস। একা শান্তই আফগানদের মোট রানের চেয়ে ৯ রান বেশি করেছেন। এছাড়াও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন মমিনুল।
[আরও পড়ুন: করমণ্ডল দুর্ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা, শনাক্ত করা যায়নি ৮১ দেহ, DNA রিপোর্টের অপেক্ষায় পরিবার]
এমনিতে এই আফগানিস্তান দল টেস্ট ক্রিকেটে (Test Cricket) নিতান্তই নাবালক। তার উপরে আবার আইপিএলে যেসব তারকা সুযোগ পেয়েছিলেন, সেই রশিদ খান, মুজিবদের বাদ দিয়ে বাংলাদেশে টেস্ট ম্যাচটি খেলতে গিয়েছিলেন আফগানরা। স্বাভাবিকভাবেই আফগান দল আরও দুর্বল হয়েছে। তবে তাতে বাংলাদেশের কৃতিত্বকে খাটো করে দেখা ঠিক হবে না। কারণ টেস্ট ক্রিকেটে বাংলাদেশও এখনও নিজেদের সেভাবে প্রতিষ্ঠিত করে উঠতে পারেনি। অন্তত বাকি টেস্ট খেলিয়ে দেশগুলির তুলনায় তাঁরাও নাবালকই। অনেকে বলছেন, আফগানদের বিরুদ্ধে এই বিরাট জয় দেখিয়ে দিল মানসিকতার দিক থেকেও সাবালক হচ্ছেন লিটনরা।