shono
Advertisement

নিহত গুলশন হামলার মূলচক্রী-সহ চার জঙ্গি

চলতি বছরের পয়লা জুলাই ঢাকার আভিজাত গুলশনে একটি ক্যাফেতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে ১৮ জন বিদেশি-সহ ২০ জন পণবন্দীকে হত্যা করে জঙ্গিরা৷ The post নিহত গুলশন হামলার মূলচক্রী-সহ চার জঙ্গি appeared first on Sangbad Pratidin.
Posted: 05:03 PM Aug 27, 2016Updated: 11:33 AM Aug 27, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুলশন হামলার মাস্টারমাইন্ড-সহ চার জঙ্গিকে শনিবার নিকেশ করল বাংলাদেশ পুলিশ৷ সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, ঢাকার বাইরে একটি গোপন আস্তানায় পুলিশ-জঙ্গি গুলি বিনিময়ে মারা গিয়েছে জঙ্গিরা৷ নিহতদের তালিকায় রয়েছে গুলশন হামলার মূলচক্রী কানাডায় বসবাসকারী বাংলাদেশের নাগরিক তামিম আহমেদ চৌধুরিও৷

Advertisement

তিন বছর আগে কানাডা থেকে বাংলাদেশে ফিরে আসে তামিম৷ দেশ ফিরে চরমপন্থী মুসলিম যুবকদের নিয়ে জঙ্গি গোষ্ঠী তৈরি করে সে৷ সেই জঙ্গিরাই চলতি বছরের পয়লা জুলাই ঢাকার আভিজাত গুলশনে একটি ক্যাফেতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে ১৮ জন বিদেশি-সহ ২০ জন পণবন্দীকে হত্যা করে৷ গত এক দশকে এর চেয়ে নৃশংস জঙ্গি হানা দেখেননি সে দেশের মানুষ৷ হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট জঙ্গিরা৷ আইএস পতাকা-সহ হামলাকারী জঙ্গিদের ছবিও পোস্ট করে ইসলামিক স্টেট৷

দক্ষতার সঙ্গে সেদিন জঙ্গি মোকাবিলা করার পর মূলচক্রীর খোঁজে ছিলেন সে দেশের গোয়েন্দারা৷ বিভিন্ন সূত্র ধরে জঙ্গিদের শীর্ষে কে আছে, তার কাছে পৌঁছনোর চেষ্টা চলছিল৷ সেই কাজেই এল সাফল্য৷ গুলশান হামলার মূলচক্রীকে নিকেশ করা নিঃসন্দেহে বাংলাদেশ পুলিশের বড় সাফল্য বলেই মনে করছে আন্তর্জাতিক রাজনৈতিক মহল৷

The post নিহত গুলশন হামলার মূলচক্রী-সহ চার জঙ্গি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement