shono
Advertisement
Bangladesh

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের, টানা দুম্যাচে হার শ্রীলঙ্কার

Published By: Krishanu MazumderPosted: 09:51 AM Jun 08, 2024Updated: 10:48 AM Jun 08, 2024

শ্রীলঙ্কা-১২৪/৯ (নিসাঙ্কা ৪৭, ধনঞ্জয় ২১, রিশাদ হোসেন ৩/২২)
বাংলাদেশ-১২৫/৮ (তৌহিদ ৪০, তুষারা ১৮/৪)
২ উইকেটে জয়ী বাংলাদেশ।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:
জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করল বাংলাদেশ। এক ওভার বাকি থাকতে বাংলার বাঘেরা ২ উইকেটে ম্যাচ জিতে নিল। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১২৪ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ এক ওভার বাকি থাকতে ২ উইকেটে ম্যাচ জিতে নেয়। বিশ্বকাপ অভিষেকেই ম্যাচের সেরা হন রিশাদ হোসেন। 
টস জিতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন ফিল্ডিং নেন প্রথমে। তাসকিন, মুস্তাফিজুররা উইকেটে গতির ঝড় তুলেছেন। সেই সঙ্গে পেয়েছেন বাউন্সও। লেগ স্পিনার রিশাদ হোসেনের এটাই বিশ্বকাপ অভিষেক। রিশাদ চার ওভার হাত ঘুরিয়ে তিনটি উইকেট নেন। ম্যাচের সেরা হন তিনি।

Advertisement

[আরও পড়ুন: পূর্ণ মন্ত্রিত্বের শিকে ছিঁড়বে বাংলার ভাগ্যে? কোন অঙ্কে সেজে উঠবে মোদি ৩.০-র মন্ত্রিসভা?]


বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছে না শ্রীলঙ্কার। দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম ম্যাচেই আত্মসমর্পণ করে দ্বীপরাষ্ট্র। দ্বিতীয় ম্যাচেও শ্রীলঙ্কা হার মানে বাংলাদেশের কাছে। টি-টোয়েন্টি ফরম্যাটে ১২৪ রান খুবই কম। এই রানের পুঁজি নিয়েও জেতা সম্ভব। কারণ ক্রিকেট যে মহান অনিশ্চয়তার খেলা। রান তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতেই উইকেট হারায়। একসময়ে ২৮ রানে তিন-তিনটি উইকেট চলে যায় বাংলাদেশের। তৌহিদ হৃদয় ও লিটন দাস দলের হাল ধরেন। দুই বাংলাদেশি ব্যাটার ৬৩ রানের পার্টনারশিপ গড়েন। হৃদয় আউট হওয়ার কিছুক্ষণের মধ্যেই ডাগ আউটে ফিরে যেতে হয় লিটন দাসকে। তার পরেও কিন্তু বাংলাদেশ উইকেট হারিয়ে নিজেদের কাজটা কঠিন করে ফেলেছিল। শেষ  ২ ওভারে বাংলাদেশের জেতার জন্য দরকার ছিল ১১ রান। শানাকার করা প্রথম বলটাই ছিল ফুলটস। মাহমুদুল্লা ছক্কা হাঁকান। ১৩ বলে ১৬ রানে অপরাজিত থেকে মাহমুদুল্লাহ বাংলাদেশকে জেতান।  

[আরও পড়ুন: রশিদ-ফারুকির দাপটে কিউয়িরা কুপোকাত, বড় ব্যবধানে জিতে সুপার এইটের পথে আফগানিস্তান]

 

 

 
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করল বাংলাদেশ।
  • এক ওভার বাকি থাকতে বাংলার বাঘেরা ২ উইকেটে ম্যাচ জিতে নিল।
  • শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১২৪ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ এক ওভার বাকি থাকতে ম্যাচ জিতে নেয়।
Advertisement