সুকুমার সরকার, ঢাকা: অবশেষে অপেক্ষার অবসান। আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে চালু হচ্ছে মেট্রোরেল পরিষেবা। রাজধানী ঢাকার যানজট থেকে মুক্তির স্বপ্ন নিয়ে বহুল প্রতীক্ষিত মেট্রো পরিষেবার সময় নিয়ে আলোচনা হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায়। মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
এদিনের সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রধানমন্ত্রীর নির্দেশ তুলে ধরে বলেন, “চলতি বছর ডিসেম্বর মাসে উত্তরা থেকে আগারগাঁও পযর্ন্ত মেট্রোরেল চলবে। প্রতিটি ল্যান্ডিং স্টেশনে পার্কিং স্পেস করতে বলেছেন। এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট রেলস্টেশন পর্যন্ত আন্ডারপাস করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”
[আরও পড়ুন: বাংলাদেশে গিয়ে হাসিনার সঙ্গে সাক্ষাৎ ভারতের সেনাপ্রধান মনোজ পাণ্ডের, ঘুরিয়ে চিনকে বার্তা]
ঢাকাবাসীর স্বপ্নের এই প্রকল্পটি বাস্তবায়ন করছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, “উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ন’টি স্টেশনের সকল ফিটিংস স্থাপন শেষ পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে সব স্টেশনের সিঁড়ি, লিফট, এসকেলেটর, টিকেট কাউন্টার, ভেন্ডিং মেশিন, প্রতিবন্ধী যাত্রীর জন্য আলাদা কাউন্টার-সহ এক্সিট-এন্ট্রি-সহ সকল ধরনের যাত্রী ব্যবস্থাপনার আয়োজন শেষ করা হয়েছে।
জানা গিয়েছে, উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ১১.৭৩ কিলোমিটার অংশের কাজ প্রায় শেষ। চলতি বছরের ডিসেম্বরে এই অংশে মেট্রো পরিষেবার উদ্বোধন করা হবে। কাজ চলছে প্রকল্পের বাকি অংশেও। তবে মতিঝিল ছাড়িয়ে মেট্রোরেলের রুট কমলাপুর পর্যন্ত নেওয়ায় প্রকল্পের কাজ বেড়ে গেছে। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত দৈর্ঘ্য ১. ১৬ কিলোমিটার ধরে মেট্রো রুট দাঁড়াচ্ছে ২১.২৬ কিলোমিটার। কাজ বাড়ার কারণে বেড়েছে ব্যয়ও। ডিপিপির দ্বিতীয় সংশোধন প্রস্তাবে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭১ কোটি টাকা।