shono
Advertisement

শাকিবের নেতৃত্বেই বিশ্বকাপের ফাইনালে খেলবে বাংলাদেশ, আশাবাদী মোর্তাজা

সদ্য প্রাক্তন অধিনায়কের পাশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। The post শাকিবের নেতৃত্বেই বিশ্বকাপের ফাইনালে খেলবে বাংলাদেশ, আশাবাদী মোর্তাজা appeared first on Sangbad Pratidin.
Posted: 03:49 PM Oct 30, 2019Updated: 03:55 PM Oct 30, 2019

সুকুমার সরকার, ঢাকা: শাকিব আল হাসান নির্বাসিত হওয়ায় একপ্রকার স্তম্ভিত গোটা বাংলাদেশের ক্রিকেট মহল। শাকিবের পাশে বাংলাদেশ বোর্ড যেমন দাঁড়িয়েছে, পাশাপাশি আপামর জনগণ বুঝিয়ে দিয়েছে তাঁরা সদ্য প্রাক্তন হয়ে যাওয়া অধিনায়ককে মাঠে দেখতে কতটা আগ্রহী। প্রায় শ’পাঁচেক মানুষ গতকালই বোর্ড অফিসের সামনে এসে বিক্ষোভ দেখিয়ে যান। সেই সঙ্গে শাকিবকে ঘিরে শ্লোগান ছিল, ‘শাকিব তুমি এগিয়ে চল,আমরা তোমার পাশে আছি’। এদিন সদ্যপ্রাক্তন অধিনায়কের পাশে দাঁড়ালেন প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজা। মাশরাফি আশাবাদী, শাকিবের নেতৃত্বেই বাংলাদেশ ২০২৩ বিশ্বকাপের ফাইনাল খেলবে।

Advertisement


শাকিব আল হাসানের ওপর এক বছরের নিষেধাজ্ঞায় ধাক্কা খেয়েছে ক্রিকেটবিশ্ব, এমনটাই মনে করছে বাংলাদেশের ক্রিকেট মহল। শাকিবের নিষেধাজ্ঞায় তাঁর অনেক ভক্ত, সতীর্থই কেঁদে ফেলেছেন। বাংলাদেশ ক্রিকেটের আরেক বড় নাম মাশরাফিও শাকিবের নিষেধাজ্ঞায় কষ্ট পেয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, এই ঘটনায় সামনের কিছু রাত তাঁর নির্ঘুম কাটবে। তবে মাশরাফি দৃঢ়ভাবে বিশ্বাস করেন ২০২৩ সালে বিশ্বকাপের ফাইনালে খেলবে বাংলাদেশ। এবং সেটা শাকিবের নেতৃত্বেই। কারণ মাশরাফি জানেন শাকিব কী জিনিস। কীভাবে জবাব দিতে হয়, কীভাবে ফিরে আসতে হয়, এটা শাকিবের ভালো করেই জানা আছে।

[আরও পড়ুন: বুকিদের সাথে কী কথা হয়েছিল শাকিবের? ফাঁস চাঞ্চল্যকর ‘হোয়াটসঅ্যাপ চ্যাট’]

শাকিবকে মাশরাফির চেয়ে ভালো হয়তো কেউই চেনে না। জাতীয় দলে দুজনের শুরুটা সমান্তরাল। মাশরাফি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ নামটি তো শাকিব আল হাসান…!!!’

[আরও পড়ুন: সভাপতি হয়েই প্রথম শ্রেণির ক্রিকেটে জোর সৌরভের, ক্রিকেটারদের সঙ্গে চুক্তির ভাবনা বোর্ডের]

এদিকে নিষেধাজ্ঞার পর বাংলাদেশের সদ্যপ্রাক্তন অধিনায়ক মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করেছেন। ২০১৭ সালের অক্টোবরে এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি সঙ্গে যুক্ত হয়েছিলেন শাকিব। এখনও পর্যন্ত বাংলাদেশের যা ক্রীড়াসূচি তাতে শাকিব আগামী একবছরে দেশের হয়ে মোট ৩৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবেন না।

The post শাকিবের নেতৃত্বেই বিশ্বকাপের ফাইনালে খেলবে বাংলাদেশ, আশাবাদী মোর্তাজা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement