shono
Advertisement
Awami League

নিষিদ্ধ ঘোষণা হতেই অত্যাচারের খাঁড়া, আওয়ামি লিগ নেতার মাথা ন্যাড়া করে পরানো হল জুতোর মালা!

মারধরের পর তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 05:30 PM May 17, 2025Updated: 05:30 PM May 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিষিদ্ধ ঘোষণা হতেই আওয়ামি লিগের নেতানেত্রীদের উপর নামল অত্যাচারের খাঁড়া! চট্টগ্রামের রাউজানে ফোরকান (৫২) নামের এক আওয়ামি নেতাকে মারধরের পর মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। তারপর তাঁকে জুতোর মালা পরিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Advertisement

বাংলাদেশের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার (১৬ মে) সন্ধে উপজেলার আয়েশাবিবির বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। ফোরকানের নামে ভাঙচুরের একটি মামলা রয়েছে। তিনি পূর্ব গুজরা ২ নম্বর ওয়ার্ড আওয়ামি লিগের সহ-সভাপতি বলে দাবি স্থানীয়দের। পুলিশ সূত্রে খবর, ফোরকান স্থানীয় বাজারে গেলে একদল লোক তাকে আটক করে। বেধড়ক মারধর করে। এরপর তাঁর মাথা ন্যাড়া করে জুতোর মালা পরিয়ে দেয়। শেষে তাঁকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অসুস্থ হওয়ায় পুলিশ ফোরকানকে হাসপাতালে চিকিৎসা করানোর পর হেফাজতে নেয়।

এই ঘটনা প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, মহম্মদ ফোরকানকে আহত অবস্থায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। হাসপাতালে চিকিৎসা করিয়ে রাতেই তাঁকে থানা হেফাজতে রাখা হয়। তাঁর বিরুদ্ধে প্রাক্তন আওয়ামি লিগ সরকারের সময়ে আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটির কার্যালয় ভাঙচুরের মামলা রয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিষিদ্ধ ঘোষণা হতেই আওয়ামি লিগের নেতানেত্রীদের উপর নামল অত্যাচারের খাঁড়া!
  • চট্টগ্রামের রাউজানে ফোরকান (৫২) নামের এক আওয়ামি নেতাকে মারধরের পর মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে।
  • তারপর তাঁকে জুতোর মালা পরিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
Advertisement